পরকীয়ায় বাধা, ক্যানিংয়ে প্রতিবাদী স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে
শিখার পরিবারের তরফে আরও অভিযোগ, তাপসের সঙ্গে একটি মেয়ের সম্প্রতি বিবাহবহির্ভূত সম্পর্ক তৈরি হয়। তা জানতে পেরে যায় শিখা
নিজস্ব প্রতিবেদন: স্বামীর পরকীয়ায় বাধা হয়ে দাঁড়ায় স্ত্রী। প্রতিবাদ করাতে স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনা ক্যানিংয়ের ঘোষপাড়া গ্রামের। মৃত গৃহবধূর নাম শিখা সাউ।
আরও পড়ুন-চলতি বছরে ২০৫০ বার সীমান্তবিরতি লঙ্ঘন পাকিস্তানের, মৃত্যু হয়েছে ২১ জন ভারতীয়র
পারিবারিক সূত্রে খবর, ক্যানিংয়ের ঘোষপাড়ার বাসিন্দা তাপস সাউয়ের সঙ্গে বিয়ে হয় শিখা সাউয়ের। বিয়ের কিছুদিন পর থেকেই দুজনের মধ্যে অশান্তি শুরু হয়। শুধু তাই নয়, তাপস শিখাকে মারধর করতো বলেও দাবি শিখার মায়ের।
শিখার পরিবারের তরফে আরও অভিযোগ, তাপসের সঙ্গে একটি মেয়ের সম্প্রতি বিবাহবহির্ভূত সম্পর্ক তৈরি হয়। তা জানতে পেরে যায় শিখা। তাতেই অশান্তি চরমে ওঠে। ওই সম্পর্কের প্রতিবাদ করাতেই রবিবার শিখাকে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে বাড়ি ছেড়ে পালায় তাপস।
আরও পড়ুন-ছুটিতে কোথায় গিয়েছেন রাজীব কুমার? ডিজি-কে দেওয়া চিঠিতে জানতে চাইল সিবিআই
গুরুতর আহত অবস্থায় শিখাকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করে প্রতিবেশীরা। সেখানেই মৃত্যুর কাছে হার মানে শিখা। অভিযুক্ত স্বামী তাপস সাউকে গ্রেফতার করেছে পুলিস।