বিজেপির রাজ্য দফতরে যোগদানের হিড়িক!
লোকসভা নির্বাচনে বাংলায় ২৩টি আসন দখলের লক্ষ্যমাত্রা রেখেছিল বিজেপি। এবার ১৮টি আসন দখল করেছে। বাংলায় অভাবনীয় সাফল্যের পর আরও আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে পদ্ম শিবিরের।
![বিজেপির রাজ্য দফতরে যোগদানের হিড়িক! বিজেপির রাজ্য দফতরে যোগদানের হিড়িক!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/06/06/195989-bjp.jpg)
নিজস্ব প্রতিবেদন: না, এই ছবি কোনও সরকারি দফতর কিংবা বিদ্যুত্ অফিসের বিল জমা দেওয়ার লাইন নয়। এই ছবি বিজেপির রাজ্য অফিসের। লাইনে দাঁড়িয়ে দলে দলে বিজেপিতে যোগদানের ছবি।
এবারের লোকসভা নির্বাচনের প্রচারে পশ্চিমবঙ্গে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দিয়েছিলেন, তৃণমূলের অন্তত ৪০ জন বিধায়ক বিজেপিতে যোগদানের জন্য মুখিয়ে আছেন। লোকসভার ফলাফলে রাজ্যে বিজেপির অভাবনীয় সাফল্যের পর আজ মঙ্গলবার বিধায়ক যোগ দিয়েছেন দলটিতে। আর চারটি পৌরসভার নিয়ন্ত্রণও নিয়ে নিয়েছে বিজেপি।
নিমতায় নিহত তৃণমূলনেতা নির্মল কুণ্ডুর বাড়িতে আজ মুখ্যমন্ত্রী, কালো ব্যাজ পড়ে প্রতিবাদ মিছিল তৃণমূলের
লোকসভা নির্বাচনে বাংলায় ২৩টি আসন দখলের লক্ষ্যমাত্রা রেখেছিল বিজেপি। এবার ১৮টি আসন দখল করেছে। বাংলায় অভাবনীয় সাফল্যের পর আরও আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে পদ্ম শিবিরের।
তৃণমূল কিংবা সিপিএম ছেড়ে দলে দলে বিজেপিতে যোগদানের হিড়িক বেড়েছে। এই ছবিটা কিছুটা তারই প্রমাণ।
স্বাভাবিকভাবেই অস্বস্তিতে তৃণমূল। সাংগঠনিক শক্তি ধরে রাখতে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনোবল না হারানোর বার্তা দিচ্ছেন দলীয় কর্মীদের উদ্দেশে। যদিও সেই বার্তা কতটা কার্যকরী হবে, সেটাই দেখার।