পানাপুকুরের ঝিনুকের মধ্যেই মিলল 'ভগবান'!
ঝিনুকের ভিতরে বিশেষ আকৃতির অবয়ব দেখেন মহিলা। বাড়িতে নিয়ে গিয়ে শুরু করেন পুজো।
![পানাপুকুরের ঝিনুকের মধ্যেই মিলল 'ভগবান'! পানাপুকুরের ঝিনুকের মধ্যেই মিলল 'ভগবান'!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/11/23/157506-capture.jpg)
নিজস্ব প্রতিবেদন : পানাপুকুরে গেড়ি গুগলি তুলতে নেমেছিলেন মহিলা। সেখানেই মেলে এমন এক ঝিনুক যার মধ্যে রয়েছে ভগবানের আকৃতি। ব্যস, এরপরেই মহিলার টালির ঘরের সামনে হাজির হাজার হাজার ভক্ত। ভিড় সামলাতে নাজেহাল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের আকন্দি পশ্চিম পাড়ার স্থানীয়রা। হাজির পুলিসও।
আরও পড়ুন, চাদর নিয়ে চুলোচুলি শাশুড়ি-বউমার, সিসিটিভি ফুটেজ ধরা পড়ল মারপিটের দৃশ্য
ঝিনুকের মধ্যে কিছু একটা আকৃতি। দেখতে অনেকটা ভগবানের মতই। কেউ বলছেন গণেশ, কেউ বলছেন ভগবান বিষ্ণু। অনেকে আবার বলছেন সাঁইবাবা। পানা পুকুরে গেড়ি গুগলি তুলতে নামেন সরলা মল্লিক। ঝিনুক, গেড়ি গুগলির সঙ্গে ওঠে একটি সুন্দর ঝিনুকও। ঝিনুকের ভিতরে বিশেষ আকৃতির অবয়ব দেখেন মহিলা। বাড়িতে নিয়ে গিয়ে শুরু করেন পুজো। সেই খবর দ্রুত ছড়িয়ে পড়ে দূর দূরান্তে।
আরও পড়ুন, ছুটছিল ট্রেন, আলাদা হয়ে 'দৌড়ল' ইঞ্জিন, তারপর...
এরপরেই কোলাঘাট থানার আকন্দি পশ্চিম পাড়ায় বাড়তে শুরু করে ভিড়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ভিড়ের জেরে প্রায় ঘরবন্দি পরিবার। পরিস্থিতি সামলাতে আসরে নেমেছে পুলিস। 'ভগবান'কে দেখার আশায় দূর দূরান্ত থেকে আসছেন ভক্তরা। বাধা দেওয়ার উপায় নেই। এদিকে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। লাটে উঠেছে স্বাভাবিক জনজীবন।