সুন্দরবনে জালে 'দৈত্যাকৃতি' মাছ, দেখুন ভিডিও
সুন্দরবনের নদীতে এতবড় মাছ সচরাচর দেখা যায় না। মাছটির ওজন শুনলে চোখ কপালে উঠবে!
![সুন্দরবনে জালে 'দৈত্যাকৃতি' মাছ, দেখুন ভিডিও সুন্দরবনে জালে 'দৈত্যাকৃতি' মাছ, দেখুন ভিডিও](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/01/13/105190-axxdx.jpg)
নিজস্ব প্রতিবেদন : সুন্দরবনে মত্স্যজীবীদের জালে ধরা পড়ল 'দৈত্যাকৃতি' একটি মাছ। শুক্রবার বিশালাকার ওই মাছটিকে বিক্রির জন্য ক্যানিংয়ে পাইকারি বাজারে নিয়ে আসেন মত্স্যজীবীরা। 'দৈত্যাকৃতি' সেই মাছ দেখতে ভিড় জমে যায় বাজারে। আপনিও দেখুন বিশালকার সেই মাছটিকে-
মত্স্যজীবী নন্দলাল সাউ জানিয়েছেন, সপ্তাহখানেক আগে গ্রাম থেকে পাঁচজনের একটি দল হলদিবাড়িতে মাছ ধরতে যায়। মত্স্যজীবীদের সেই দলে তিনিও ছিলেন। তাঁরা জাল ফেলতেই, ধরা পড়ে বিশালাকার এই মাছটি। মাছটির ওজন প্রায় ৪০ কেজি। বিশালাকার এই মাছটি 'তেলে ভোলা' জাতের বলেই দাবি করেছেন তিনি।
আরও পড়ুন, ন্যাওড়া ভ্যালিতে দর্শন মিলল 'বিরল' বিড়ালের
নন্দলাল সাউ বলেন, প্রায় ১৫ বছরেরও বেশি সময় ধরে সুন্দরবনের নদী-খাঁড়িতে মাছ ধরছেন তিনি। কিন্তু সুন্দরবনের নদীতে এতবড় মাছ সচরাচর দেখা যায় না। তাঁদের জালেও এতবড় মাছ এই প্রথম। স্বভাবতই এতবড় মাছ পেয়ে বেশি লাভের আশায় খুশি মত্স্যজীবীর দল।