ভোররাতের পর বৃষ্টি থামলেও উদ্বেগ কাটছে না ঘাটালে
Updated By: Aug 1, 2017, 12:40 PM IST
![ভোররাতের পর বৃষ্টি থামলেও উদ্বেগ কাটছে না ঘাটালে ভোররাতের পর বৃষ্টি থামলেও উদ্বেগ কাটছে না ঘাটালে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/08/01/89956-ghatal-1-8-17.jpg)
ওয়েব ডেস্ক: ভোররাতের পর বৃষ্টি থামলেও উদ্বেগ কাটছে না ঘাটালে। জল নতুন করে বাড়েনি। তবে বহু গ্রাম এখনও জলবন্দি। জল যে কমে নামবে বুঝেই উঠতে পারছেন না দুর্গতরা। বাজার, স্কুল, বাড়ি, চাষের খেত সব জলের তলায়। এই অবস্থায় গতরাত থেকে শুরু হওয়া বৃষ্টি নতুন করে উদ্বেগ বাড়ায়। পরিস্থিতি সামাল দিতে প্রতাপপুরে বাঁধ মেরামতির কাজ চলছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরেও বন্যা পরিস্থিতি অপরিবর্তীত। ঘাটাল ও দাসপুরে ত্রাণ পৌছানো নিয়ে অল্প বিস্তর ক্ষোভ রয়েছে।