Elephant With Dead Child: কোনও আশা নেই, ৪ দিন শুঁড়ে বয়ে বেড়ানোর পর মৃত সন্তানকে ছেড়ে গেল মা
বনদপ্তর সূত্রে খবর, ৩০-৩৫ টি হাতির যে দলটি ওই মা হাতিটিকে আগলে ছিল তারা পাশের রেতি ফরেস্টে ঢুকে গিয়েছে
![Elephant With Dead Child: কোনও আশা নেই, ৪ দিন শুঁড়ে বয়ে বেড়ানোর পর মৃত সন্তানকে ছেড়ে গেল মা Elephant With Dead Child: কোনও আশা নেই, ৪ দিন শুঁড়ে বয়ে বেড়ানোর পর মৃত সন্তানকে ছেড়ে গেল মা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/05/30/377195-2.jpg)
প্রদ্যুত্ দাস: অবশেষে ৪ দিন পর সোমবার দুপুরে বানারহাটের জঙ্গলের মৃত হস্তি শাবকটিকে উদ্ধার করতে সক্ষম হল বনদপ্তর। হস্তি শাবকটির গোটা শরীরে পচন ধরে গিয়েছে।
উল্লেখ্য, জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের আমবাড়ি ও ডায়না চা বাগানের মাঝামাঝি জঙ্গলে একটি মৃত শাবককে নিয়ে ঘোরাফেরা করছিল মা সহ ৩০-৩৫ টি হাতির দল। শুঁড়ে পেঁচিয়ে সন্তানকে জঙ্গলের একটি জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যাচ্ছিল সন্তানহারা মা। দীর্ঘ ৪ দিন এভাবে সন্তানকে আগলে রাখার পর অবশেষে মা-সহ হাতির দলটি অন্যত্র চলে যাওয়ায় মৃত হস্তি শাবকটিকে উদ্ধার করা সম্ভব হল সোমবার দুপুরে।
এনিয়ে অনানারি ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন, দীর্ঘ চারদিন পরে মৃত হস্তি শাবকটিকে সোমবার উদ্ধার করা হয়েছে। সেটিকে উদ্ধার করার পরে ময়নাতদন্ত করা হবে। তবে কী কারণে মৃত্যু হয়েছে তা এখনও বলা সম্ভব হচ্ছে না।
বনদপ্তর সূত্রে খবর, ৩০-৩৫ টি হাতির যে দলটি ওই মা হাতিটিকে আগলে ছিল তারা পাশের রেতি ফরেস্টে ঢুকে গিয়েছে।
আরও পড়ুন-মৃত সন্তানকে শুঁড়ে পেঁচিয়ে এখনও হেঁটে চলেছে মা, মর্মান্তিক দৃশ্য বানারহাটে