Ivory Coast Footballer died in Titagarh: টিটাগড়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু বিদেশি ফুটবলারের
আশ্রমে পড়া থাকতে দেখে স্থানীয় মানুষজন তাঁকে ভর্তি করেন বি এন বোস হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়
![Ivory Coast Footballer died in Titagarh: টিটাগড়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু বিদেশি ফুটবলারের Ivory Coast Footballer died in Titagarh: টিটাগড়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু বিদেশি ফুটবলারের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/06/04/377720-8.jpg)
বরুণ সেনগুপ্ত: ব্যারাকপুর থেকে আসার সময় টিটাগড়ে ঢোকার মুখে ট্রেনে থেকে পড়ে গেলেন এক বিদেশি ফুটবলার। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে ভর্তি করলেও তাঁকে বাঁচানো যায়নি।
শনিবার ব্যারাকপুর থেকে শিয়ালদহ আসছিলেন এন গুয়েসান নামের ওই ফুটবলার। তাঁর সঙ্গে থেকে থাকা পাসপোর্ট থেকে জানা গিয়েছে তিনি আইভোরি কোস্টের নাগরিক।
এদিন ট্রেন টিটাগড় স্টেশনে ঢোকার মুখে কোনওভাবে তিনি ২ ও ৩ নম্বর লাইনের মাঝে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় কোনওভাবে লাইন পার করে এসে গান্ধী প্রেম নিবাস আশ্রমের কাছে এসে পড়ে যান।
আশ্রমে পড়া থাকতে দেখে স্থানীয় মানুষজন তাঁকে ভর্তি করেন বি এন বোস হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর দেহে মাথায়, পায়, বুকে চোট রয়েছে বলে জানা যাচ্ছে।
স্থানীয় যুবক অর্জুন হেলা বলেন, ওকে পড়ে থাকতে দেখে আমরা ওকে হাসপাতালে ভর্তি করে দিই। আধঘণ্টা পরে এসে দেখি ওর মৃত্যু হয়েছে। ওৎ ফোন থেকে ওর পরিচিতদের খবর দেওয়া হয়েছে। ও শুধু বলেছিল ও বারাসতে থাকে।
আরও পড়ুন- উচ্চ মাধ্যমিকে সায়েন্স পড়ার ইচ্ছে! আবেদনের পদ্ধতি আরও সহজ করল HS Council