গোষ্ঠী দ্বন্দ্বের জেরে বন্ধ পাতিপুকুর মাছবাজার, দুর্ভোগে ব্যবসায়ীরা
এদিন হঠাৎই এদের উপরে চড়াও হয় মৎস্য উন্নয়ন সমিতির অপর এক গোষ্ঠী। বেধড়ক মারধরের অভিযোগ ওঠে ওপর গোষ্ঠীর বিরুদ্ধে।
![গোষ্ঠী দ্বন্দ্বের জেরে বন্ধ পাতিপুকুর মাছবাজার, দুর্ভোগে ব্যবসায়ীরা গোষ্ঠী দ্বন্দ্বের জেরে বন্ধ পাতিপুকুর মাছবাজার, দুর্ভোগে ব্যবসায়ীরা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/04/22/188255-untitled-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: পাতিপুকুর মৎস্য ব্যবসায়ীর দুই সমিতির সদস্যদের মধ্যে মারামারি জেরে বন্ধ মাছ বাজার। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ পাতিপুকুর মাছ বাজারে একটি গাড়িতে মাছ নামিয়ে হাত ধুয়ে বসেছিল সৌভিক আদক এবং সুমন চক্রবর্তী। সূত্রের খবর, এরা মূলত মৎস সমিতির লোক হিসাবে কাজ করে। এদিন হঠাৎই এদের উপরে চড়াও হয় মৎস্য উন্নয়ন সমিতির অপর এক গোষ্ঠী। বেধড়ক মারধরের অভিযোগ ওঠে ওপর গোষ্ঠীর বিরুদ্ধে।
আরও পড়ুন: খড়্গপুরে গোষ্ঠী সংঘর্ষে তলোয়ার নিয়ে হামলা, আহত ৪
পরিস্থিতি জটিল হলে ঘটনাস্থলে পৌঁছায় টালা থানার পুলিস। ঘটনার জেরে পাতিপুকুর মাছ বাজারে মাছ সরবরাহ বন্ধ রয়েছে। আশঙ্কা পাটিপুকুরের মাছ বাজারে পরিস্থিতি স্বাভাবিক না হলে সমস্যায় পড়বে ছোট মাছ ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। এখনও পর্যন্ত কাউকে আটক করেনি পুলিস। দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ চলছে এলাকায়।