লকডাউনের পর প্রথম! রথযাত্রা উপলক্ষে আগামিকাল ছুটি ঘোষণা রাজ্য সরকারের
সুপ্রিমকোর্টের নির্দেশে ঘটা করে রথযাত্রা উৎসব বন্ধের নির্দেশ দিয়েছে। মন্দির চত্বরে ভক্তসমাগমেও নিষেধাজ্ঞা রয়েছে। পার্বনের দিনের কথা মাথায় রেখেই আগামিকাল রথের ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সে কথা জানান স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
![লকডাউনের পর প্রথম! রথযাত্রা উপলক্ষে আগামিকাল ছুটি ঘোষণা রাজ্য সরকারের লকডাউনের পর প্রথম! রথযাত্রা উপলক্ষে আগামিকাল ছুটি ঘোষণা রাজ্য সরকারের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/06/22/257258-untitled-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: ফের ছন্দে ফিরছে রাজ্য, সেই বার্তা দিয়েই লকডাউনের পর এই প্রথম ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। সুপ্রিমকোর্টের নির্দেশে ঘটা করে রথযাত্রা উৎসব বন্ধের নির্দেশ দিয়েছে। মন্দির চত্বরে ভক্তসমাগমেও নিষেধাজ্ঞা রয়েছে। পার্বনের দিনের কথা মাথায় রেখেই আগামিকাল রথের ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার সাংবাদিক বৈঠকে সে কথা জানান স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। করোনা ছন্দপতন ঘটিয়েছে স্বাভাবিক জীবনযাপনে। কোভিডের ত্রাসে কার্যত থমকে গিয়েছে তামাম বিশ্ব। সমস্ত উৎসবে ভাটা পড়েছে তাও মাস তিনেক হল।
আরও পড়ুন: কেন্দ্রের গরিব কল্যাণ রোজগার যোজনায় বাংলার একটি জেলারও নাম নেই! মুখ্যমন্ত্রীকে খোলাচিঠি অধীরের
যতদিন গিয়েছে উদ্বেগ বাড়িয়েছে এই চিনা ভাইরাস। লকডাউন পরবর্তী সময়ে কার্যত লাফিয়ে বেড়েছে আক্রান্তের গ্রাফ। তবে এতসবের মধ্যেও খানিকটা স্বস্তির বার্তা দিচ্ছে সরকারি তথ্য। নবান্নের প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজ্যে করোনায় আক্রান্তের হার কমছে। পাশাপাশি বেড়েছে সুস্থতার হার, দেশের তুলনায় যা অনেকাংশেই বেশি। রাজ্যে এখন সুস্থতার হার ৫৯.৪৯ শতাংশ। সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: রাজনৈতিক রঙের উর্ধ্বে ওঠে চিনা আগ্রাসনের প্রতিবাদে অভিনব পদক্ষেপ ব্যবসায়ীর
এদিন একটি পরিসংখ্যানও দেন তিনি। জানান, রাজ্যে করোনার নমুনা পরীক্ষা বেড়েছে। প্রতিদিন গড়ে ১০ হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত মোট ৪লক্ষ ১হাজার ৪৯১টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এইমুহূর্তে পশ্চিমবঙ্গে অ্যাকটিভ কেসের সংখ্যা ৫০৯৩।
উল্লেখ্য, করোনা পরিস্থিতি আলোচনার জন্য ২৪ জুন বেলা ৩ টে নবান্ন সভাঘরে সর্বদল বৈঠক ডাকা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হচ্ছে আমন্ত্রণ। মিটিংয়ে সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, দিলীপ ঘোষকে ফোন করেছেন মুখ্যমন্ত্রী। দিলীপ ঘোষ যাবেন বলেই জানিয়েছে মুখ্যমন্ত্রীকে।