সল্টলেকের রাস্তায় গাড়িতে আগুন, প্রাণ বাঁচাতে ঝাপ দম্পতির
মাঝরাস্তায় আগুন লেগে যায় গাড়িতে।
Updated By: Jan 1, 2020, 05:02 PM IST
![সল্টলেকের রাস্তায় গাড়িতে আগুন, প্রাণ বাঁচাতে ঝাপ দম্পতির সল্টলেকের রাস্তায় গাড়িতে আগুন, প্রাণ বাঁচাতে ঝাপ দম্পতির](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/01/01/226521-untitled-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: বর্ষবরণের সকালে সল্টলেকের রাস্তায় গাড়িতে আগুন ঘিরে চাঞ্চল্য। একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন এক দম্পতি।
সল্টলেকের ১৩ নাম্বার ট্যাঙ্কের দিক থেকে বিজন ভবনের দিকে একটি প্রাইভেট গাড়ি আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ধাক্কা মারে ওই গাড়িটি। এরপর আচমকা গাড়িতে আগুন ধরে যায়। গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়েন দম্পতি। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় আহতের কোনও খবর নেই।
আরও পড়ুন: পৌষমেলায় অনিয়ম, বিশ্বভারতী কর্তৃপক্ষকে শোকজ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের
Tags: