জেলের ভয় হচ্ছে তো? জানুয়ারি মাস থেকে ওখানেই থাকতে হবে: দিলীপ
তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি।
নিজস্ব প্রতিবেদন: আমি জেলে থাকব। জেলে থেকে বাংলায় তৃণমূলকে জেতাব। বাঁকুড়ার সভা থেকে মমতার হুঙ্কারে দিলীপের কটাক্ষ, বাইরে একটাও ভাই থাকবে না। তারাও জেলে যাবে। বিজেপির রাজ্য সভাপতির প্রশ্ন, অপরাধ না করলে জেলে যাওয়ার ভয় পাচ্ছেন কেন?
দিলীপবাবু বলেন,''আজ দিদিমণি বাঁকুড়ায় গিয়েছেন। বলছেন, সাহস থাকলে আমাকে জেলে ভরে দাও। তোমাকে জেলে ভরে কী হবে? খাওয়াতে হবে ওখানেই। তার চেয়ে বাড়িতেই থাকুন। ওখানেই থাকতে হবে সারাজীবন। বাইরে একটাও ভাই থাকবে না। তারাও জেলে যাবে।''
তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি বলেন,''পঞ্চায়েতের বরাদ্দ টাকা মানুষ পায়নি। পঞ্চায়েতের টাকা গিয়েছে তৃণমূলের পকেটে। আমফানের ক্ষতিপূরণের টাকাও নিয়েছে। জেলের ভয় হচ্ছে তো! জানুয়ারি মাস থেকে ওখানেই থাকতে হবে।''
বাঁকুড়ার সভায় এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দেন, ''ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুন। আমি জেলে থেকে বাংলায় তৃণমূলকে জেতাব। চ্যালেঞ্জ করে গেলাম। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। বাঁকুড়ার এক একটা আসন বুঝে নেব। একটা আসন পাবে না বিজেপি।'' দিলীপ ঘোষের প্রশ্ন, কিছু যদি না-ই করে থাকেন উনি তাহলে জেলে যাওয়ার ভয় পাচ্ছেন কেন? তিনি বলেন,''আসলে ওঁরা এমন কিছু করেছেন যে রাতে জেলে যাওয়ার স্বপ্ন দেখছেন। সেটাই মুখে চলে আসছে।''
আরও পড়ুন- মোদীজির উপরে ভরসা রাখুন, সোনার বাংলা গড়বে বিজেপি: কৈলাস