এক মাস পর রাণাঘাটের নিখোঁজ ব্যবসায়ীর দেহ মিলল
রাণাঘাটের নিখোঁজ ব্যবসায়ী উজ্জ্বল ঘোষের দেহ মিলল। তবে এখনও রহস্যের সমাধান হয়নি। গত মে মাস থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যবসায়ী। জামাইষষ্ঠীর দিন বলাগড় ঘাটে তিনি স্নান করতে যান আত্মীয় ও বন্ধুদের সঙ্গে। বলাগড় ঘাটে স্নান সেরে ফেরার পথে স্থানীয় যুবকদের সঙ্গে বচসা-হাতাহাতি হয় তাঁর। এরপর থেকেই নিখোঁজ ছিলেন উজ্বল ঘোষ। গত মঙ্গলবার তাঁর দেহ উদ্ধার হয়। গতকাল রাণাঘাটে তাঁর বাড়িতে দেহ পৌছলে শোকের ছায়া এলাকায়। প্রশ্ন উঠছে, কী কারণে উজ্জ্বল ঘোষের মৃত্যু হল? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
![এক মাস পর রাণাঘাটের নিখোঁজ ব্যবসায়ীর দেহ মিলল এক মাস পর রাণাঘাটের নিখোঁজ ব্যবসায়ীর দেহ মিলল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/07/06/88764-missing-businessman.jpg)
ওয়েব ডেস্ক : রাণাঘাটের নিখোঁজ ব্যবসায়ী উজ্জ্বল ঘোষের দেহ মিলল। তবে এখনও রহস্যের সমাধান হয়নি। গত মে মাস থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যবসায়ী। জামাইষষ্ঠীর দিন বলাগড় ঘাটে তিনি স্নান করতে যান আত্মীয় ও বন্ধুদের সঙ্গে। বলাগড় ঘাটে স্নান সেরে ফেরার পথে স্থানীয় যুবকদের সঙ্গে বচসা-হাতাহাতি হয় তাঁর। এরপর থেকেই নিখোঁজ ছিলেন উজ্বল ঘোষ। গত মঙ্গলবার তাঁর দেহ উদ্ধার হয়। গতকাল রাণাঘাটে তাঁর বাড়িতে দেহ পৌছলে শোকের ছায়া এলাকায়। প্রশ্ন উঠছে, কী কারণে উজ্জ্বল ঘোষের মৃত্যু হল? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
আরও পড়ুন, বাঁকুড়া শহরে গাড়ি ঢুকলেই এখন থেকে দিতে হবে প্রবেশ কর