রাতে ধাবায় দুষ্কৃতী হামলা, ছিনতাই না অন্য কোনও উদ্দেশ্য? ভাবাচ্ছে পুলিসকে
গুরুতর আহতদের নিয়ে যাওয়া হয়েছে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে। সেখানেই তাঁদের চিকিৎসা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডোমজুড় থানার পুলিস। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধাবায় মদ খাওয়া নিয়ে বচসার জেরে ঝামেলার সূত্রপাত।
![রাতে ধাবায় দুষ্কৃতী হামলা, ছিনতাই না অন্য কোনও উদ্দেশ্য? ভাবাচ্ছে পুলিসকে রাতে ধাবায় দুষ্কৃতী হামলা, ছিনতাই না অন্য কোনও উদ্দেশ্য? ভাবাচ্ছে পুলিসকে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/08/07/267015-hwh-dhaba.png)
নিজস্ব প্রতিবেদন: হাওড়া ডোমজুড় থানা এলাকায় একটি ধাবায় দুষ্কৃতী হামলা। ধাবার মালিক-সহ কয়েকজন কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম হয়েছেন তাঁরা। ছয় নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সলপ মোড়ে ওই ধাবায় ঘটনাটি ঘটে রাত এগারোটা নাগাদ।
গুরুতর আহতদের নিয়ে যাওয়া হয়েছে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে। সেখানেই তাঁদের চিকিৎসা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডোমজুড় থানার পুলিস। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধাবায় মদ খাওয়া নিয়ে বচসার জেরে ঝামেলার সূত্রপাত।
আরও পড়ুন: একদিনে আক্রান্ত প্রায় ৩০০০! মুখ্যমন্ত্রীর দাবি, 'রাজ্যে করোনায় মৃত্যু হার ২.২ শতাংশ'
এরপর বহিরাগতদের ডেকে নিয়ে গিয়ে আক্রমণ করা হয়। ধাবার মালিক জানান, কী কারণে এই ঘটনা তা পরিষ্কার নয়। টাকা ছিনতাই নাকি অন্য কোনও উদ্দেশ্য ছিল তা জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।