কুপন বিলি করে ভ্যাকসিন, নেওয়া হচ্ছে টাকাও! গুরুতর অভিযোগ রিষড়া পুরসভার বিরুদ্ধে
রিষড়া পুরসভার পুর প্রশাসক বিজয় মিশ্রের দাবি, কুপন দেওয়ার ব্যাপারে আমার কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। রাজ্য সরকারের নির্দেশ মেনে আমরা সবার জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করেছি
![কুপন বিলি করে ভ্যাকসিন, নেওয়া হচ্ছে টাকাও! গুরুতর অভিযোগ রিষড়া পুরসভার বিরুদ্ধে কুপন বিলি করে ভ্যাকসিন, নেওয়া হচ্ছে টাকাও! গুরুতর অভিযোগ রিষড়া পুরসভার বিরুদ্ধে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/06/25/328685-11.gif)
নিজস্ব প্রতিবেদন: ভ্য়াকসিন নেওয়ার জন্য় নিতে হবে কুপন। সেই কুপন পাওয়া যাচ্ছে স্থানীয় কাউন্সিলরের কাছে। আর সেই কুপন দেওয়া হচ্ছে মুখ চিনে। শুধু তাই নয়, টাকার বিনিময়েও বিক্রি হচ্ছে কুপন। এমনটাই অভিযোগ উঠল রিষড়া পুরসভার বিরুদ্ধে।
আরও পড়ুন-রবীন্দ্রমূর্তির ফলক ভেঙে টিকাকাণ্ডের 'নায়ক' দেবাঞ্জনের নাম সরাল পুরসভা
রিষড়ার এক মহিলার অভিযোগ, এখন ভ্যাকসিন সবাইকে দেওয়া হচ্ছে। এ জন্য এখানে কাউন্সিলরদের কাছে যেতে হচ্ছে। কাউন্সিলর কুপন দিচ্ছেন। তাও মুখ দেখে দেখে। যারা বিরোধী দলের সমর্থক তাদের কুপন দেওয়া হচ্ছে না।
বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল বসুর অভিযোগ, শুধু রিষড়া কেন সব পুরসভাতেই খোঁজ নিন, ভ্যাকসিন নেওয়ার জন্য টিএমসি নেতাদের কাছে গিয়ে স্লিপ লেখাতে হচ্ছে। কোনও কোনও জায়গায় টাকাও দিতে হচ্ছে। এনিয়ে এসডিও-র কাছে অভিযোগ করেছি। বিক্ষোভও করেছি। যে ভ্যাকসিন প্রধানমন্ত্রী বিনা পয়সায় সব রাজ্যকে দিচ্ছেন সেই ভ্যাকসিন দিতে গিয়েও এরা টাকা ইনকাম করছে। দলের লোকদের পাশাপাশি সাধারণ মানুষকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তবে তার টাকা নেওয়া হচ্ছে।
এনিয়ে মহকুমা শাসক নিশীথ ভাস্কর পাল বলেন, প্রয়োরিটি গ্রুপকেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। লাইন সমস্যার জন্য হয়তো কুপন সিস্টেম করা হতে পারে। পুরসভার সঙ্গে কথা বলে বিষয়টি জানব। এরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তদন্ত করব।
আরও পড়ুন-রাজ্যে অনুমতি ছাড়া ভ্যাকসিনেশন ক্যাম্প নয়, নির্দেশিকা জারি নবান্নের
উল্লেখ্য, কুপন দেওয়ার অভিযোগটি বেশ পুরনো। তবে রিষড়া পুরসভার পুর প্রশাসক বিজয় মিশ্রের দাবি, বিজেপির যারা অভিযোগ করছেন তাদের বলব, নরেন্দ্র মোদীকে বলে এখানে ভ্যাকসিনের ব্যবস্থা করুন। কুপন দেওয়ার ব্যাপারে আমার কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। কোনও দল এরকম অভিযাগ করেননি। রাজ্য সরকারের নির্দেশ মেনে আমরা সবার জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করেছি। এতে কোনও রঙ দেখা হচ্ছে না।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)