রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ছুঁল হাজার, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৫৮৯

সংক্রমণের কথা মাথায় রেখে রাজ্যের কনটেনমেন্ জোনগুলিতে নতুন করে লকডাউন জারি করা হয়েছে

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Jul 15, 2020, 08:20 PM IST
রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ছুঁল হাজার, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৫৮৯
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন:  রাজ্যে বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। কোভিড টেস্টের সংখ্যা বাড়ছে তাই করোনা রোগীর সংখ্যাও বাড়াবে। এমনটাই আজ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী বুধবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৫৮৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ল ৩৪,৪২৭।

আরও পড়ুন-বার iPhone-এও অযাচিত ফোন কল, মেসেজের উপদ্রব বন্ধ করতে এল TRAI-এর DND অ্যাপ!

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২০ জনের। বুধবার রাজ্যে করোনায় মৃত্যু সংখ্যা ছুঁল হাজার।  সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা হল ১২,৭৪৭। গত ২৪ ঘণ্টায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়েছে ৮২০। রোগী সুস্থ হওয়ার হার ৬০.০৬ শতাংশ। এখনও পর্যন্ত ২০,৬৮০ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সংক্রমণের কথা মাথায় রেখে রাজ্যের কনটেনমেন্ জোনগুলিতে নতুন করে লকডাউন জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনার বারাসতে সম্পূর্ণ লকডাউন করা হচ্ছে। এছাড়া যেখানেই করোনা রোগীর সন্ধান পাওয়া যাচ্ছে সেখানেই নজরদারি বাড়ানো হচ্ছে।

আরও পড়ুন-ফেসবুককে টেক্কা না দিতে পারলেও মুকেশের জিও-তে বড় ভাগ বসালো গুগল

এদিকে, স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী কলকাতায় এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০,৯৭৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২৫ জন, মৃত ৯ জন। সবেমিলিয়ে মৃত্যু ৫২৫ জনের। উত্তর ২৪ পরগনায় এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৮৬ জনের। গত একদিনে মৃত্যু ৬ জনের।

.