রেশনের সঙ্গে রাজ্যের প্রত্যেককে ৩ হাজার টাকা করে দেওয়া হোক: দিলীপ ঘোষ

সেখানে তিনি অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা কাজে লাগানোর কোনও ব্যবস্থা নেই রাজ্য সরকারের। তাই কেন্দ্রের দুটি প্রকল্পের টাকা পাচ্ছেন না বাংলার মানুষ।

Reported By: অঞ্জন রায় | Updated By: May 4, 2020, 08:03 PM IST
রেশনের সঙ্গে রাজ্যের প্রত্যেককে ৩ হাজার টাকা করে দেওয়া হোক: দিলীপ ঘোষ

নিজস্ব প্রতিবেদন: আক্রমণ পাল্টা আক্রমণ অব্যাহত। করোনা নিয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিলেন দিলীপ ঘোষ। সেখানে তিনি অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা কাজে লাগানোর কোনও ব্যবস্থা নেই রাজ্য সরকারের। তাই কেন্দ্রের দুটি প্রকল্পের টাকা পাচ্ছেন না বাংলার মানুষ।

অন্যদিকে কেন্দ্রের পাঠানো ভাল চালের বস্তা রেশন দোকানে বদল হচ্ছে। দিল্লির সরকারকে বদনাম করতে, FCI-এর গোডাউন থেকে পাঠানো ভাল বস্তা বদলাচ্ছে খাদ্যমন্ত্রীর অনুগামী নেতারা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ। পাশাপাশি তাঁদের দাবি, রেশনের সঙ্গে রাজ্যেপ প্রত্যেক মানুষকে ৩০০০ টাকা করে দেওয়া হোক।

পাশাপাশি মদের দোকান খোলা নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষের। তাঁর কথায়, নিজের তাগিদেই মদের দোকান খোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কারণ অন্যান্য দফতরের চেয়ে আবগারি দফতরের আয় সব চেয়ে বেশি। 

আরও পড়ুন: রাজ্যে অনলাইনে মদ বিক্রিতেই জোর, ১৫ দফা নির্দেশিকা আবগারি দফতরের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা খোলা চিঠিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন যে, দেশের নিরিখে এ রাজ্যে পরীক্ষার হার কম, মৃত্যুর হার বেশি। এমন কী স্বাস্থ্য সচিব, মুখ্যসচিব এবং মুখ্যমন্ত্রীর কথায় বার বার অসঙ্গতি দেখা গিয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য কর্মীদের বেতন দ্বিগুণ করার দাবিও জানিয়েছেন তিনি। 

 

.