Bidyut Chakraborty: উপাচার্য হটাও পোস্টার! সমাবর্তনের আগেই বিশ্বভারতী জুড়ে শোরগোল
Visva Bharati University Vice Chancellor: সমাবর্তনের আগেই বিশ্বভারতী জুড়ে উপাচার্য হটাও পোস্টার। রাজনাথের উপস্থিতিতেই পোস্টার ঘিরে শোরগোল। বিশ্বভারতীর আন্দোলনকারীরাই পোস্টার দিয়েছে বলে অনুমান।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সমাবর্তনের আগেই বিশ্বভারতী (Visva Bharati University) জুড়ে উপাচার্য হটাও পোস্টার। রাজনাথের উপস্থিতিতেই পোস্টার ঘিরে শোরগোল। সমাবর্তন এর আগেই বিশ্বভারতী জুড়ে পোস্টার পড়লো উপচার্যের বিরুদ্ধে।। পোস্টারে লেখা উপাচার্য হাঁটাও। তার পাশাপাশি সমাবর্তন অনুষ্ঠানকে রাজনৈতিক সমাবর্তন বলেও কটাক্ষ পোস্টারে। যদিও পোস্টারে লেখা নেই কারা এই পোস্টার লাগিয়েছে। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে ‘ভিসি বিদ্যুৎ চক্রবর্তী দূর হঠো’। এদিন এই পোস্টার গোটা বিশ্ববিদ্যালয় চত্ত্বরে ছেয়ে গিয়েছে। সূত্রের খবর, যা চোখে পড়েছে মন্ত্রীরও।
আরও পড়ুন, Chakdah: চাকদায় নতুন কর্মসূচী, 'রাস্তায় কাউন্সিলর' নিয়ে খুশি এলাকাবাসী
বিশ্বভারতীর আন্দোলনকারীরাই পোস্টার দিয়েছে বলে অনুমান। এই কারণেই ফের শিরোনামে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতীর সমাবর্তনে যোগ দিতে এসেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানেই পোস্টার ঘিরে গুরু গন্ডগোল। সারা বিশ্ববিদ্য়ালয় চত্বর উপাচার্য হটাও পোস্টারে ছেয়ে গিয়েছে। ২৪ ফেব্রুয়ারি, শুক্রবার সকাল ৯টা থেকে বিশ্বভারতীর আম্রকুঞ্জে সমাবর্তন অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে সোমবার এ কথা জানানো হয়েছিল।
২০১৯ সালে উত্তীর্ণ পড়ুয়াদের জন্য শেষ বার প্রকাশ্যে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সে বার এসেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর পর কোভিড অতিমারির কারণে পর পর তিন বছর সমাবর্তন অনুষ্ঠান বন্ধ ছিল। এদিন বিতর্কের আবহে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী, সঙ্গে ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়–সহ অন্যান্যরা।
আরও পড়ুন, Garbeta Accident: গড়বেতায় মা-ছেলেকে পিষে দিল বেপরোয়া বালির গাড়ি, তমলুকে লরি ঢুকল ক্যান্টিনে