স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে
স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার মোথাবাড়ি ফাঁড়ির বাঙিটোলাতে। অভিযোগ, মদ খাওয়া নিয়ে প্রায়ই অশান্তি হত প্রাথমিক শিক্ষক বিষ্ণুগোপাল মণ্ডল ও তার স্ত্রী সুজাতা মণ্ডলের। ঘটনার দিন কর্মসূত্রে একটি মিটিংয়ে গিয়েছিলেন সুজাতা মণ্ডল। অভিযোগ, সেখান থেকে ফেরার পথেই দলবল নিয়ে তাঁর ওপর হামলা চালায় বিষ্ণুগোপাল মণ্ডল। গ্রামবাসীরা ছুটে এলে পালায় অভিযুক্তরা। মাথায় গুরুতর আঘাত নিয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন সুজাতা মণ্ডল।
![স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/05/28/86643-murder-28-5-17.jpg)
ওয়েব ডেস্ক: স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার মোথাবাড়ি ফাঁড়ির বাঙিটোলাতে। অভিযোগ, মদ খাওয়া নিয়ে প্রায়ই অশান্তি হত প্রাথমিক শিক্ষক বিষ্ণুগোপাল মণ্ডল ও তার স্ত্রী সুজাতা মণ্ডলের। ঘটনার দিন কর্মসূত্রে একটি মিটিংয়ে গিয়েছিলেন সুজাতা মণ্ডল। অভিযোগ, সেখান থেকে ফেরার পথেই দলবল নিয়ে তাঁর ওপর হামলা চালায় বিষ্ণুগোপাল মণ্ডল। গ্রামবাসীরা ছুটে এলে পালায় অভিযুক্তরা। মাথায় গুরুতর আঘাত নিয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন সুজাতা মণ্ডল।