WB Weather Update: ফের শিয়রে নিম্নচাপ, আগামী ৪৮ ঘণ্টায় এইসব জেলায় তাপমাত্রা নামবে হু হু করে

WB Weather Update: আপাতত হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। সোমবার ও মঙ্গলবার কুয়াশার দাপট বাড়তে পারে

Updated By: Dec 14, 2024, 06:11 PM IST
WB Weather Update: ফের শিয়রে নিম্নচাপ, আগামী ৪৮ ঘণ্টায় এইসব জেলায় তাপমাত্রা নামবে হু হু করে

অয়ন ঘোষাল: শীত পড়ছে জাঁকিয়ে। এবার শৈত্যপ্রবাহের সতর্কতা আগামী ৪৮ ঘন্টায়। কুয়াশার দাপট উত্তরবঙ্গে বেশি থাকবে। সোমবার পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে। সোমবারের পর তাপমাত্রা বাড়বে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। রাজ্যে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।

আরও পড়ুন-পরকীয়া থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন! রাগে প্রেমিকই মুণ্ড কেটে...রিজেন্ট পার্ককাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

রাজ্যে শৈত্যপ্রবাহ চলবে রবিবার পর্যন্ত। আজ শৈত্যপ্রবাহ পশ্চিমের ৭ জেলায়। রাজ্যে জাঁকিয়ে শীতের পরিস্থিতি। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা। আগামিকাল তিন জেলায় থাকবে শৈত্যপ্রবাহ। বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায়।

উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে।

আপাতত হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। সোমবার ও মঙ্গলবার কুয়াশার দাপট বাড়তে পারে।

দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ বঙ্গোপসাগরে এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাডু উপকূল। পশ্চিম উত্তর পশ্চিমের দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর হয়ে এই নিম্নচাপ তামিলনাড়ু উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে আগামী ২-৩ দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহের মাঝে বুধ ও বৃহস্পতিবার তামিলনাডু পন্ডিচেরি করাই কালে প্রবল বৃষ্টির আশঙ্কা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.