কয়লাকাণ্ডে গ্রেফতার লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী রণধীর সিং
কয়লা পাচারকাণ্ডে সিবিআই-এর সঙ্গেই তদন্ত করছে সিআইডি-ও।
![কয়লাকাণ্ডে গ্রেফতার লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী রণধীর সিং কয়লাকাণ্ডে গ্রেফতার লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী রণধীর সিং](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/03/13/310990-coal.jpg)
নিজস্ব প্রতিবেদন: কয়লাকাণ্ডে গ্রেফতার রণধীর সিং। শুক্রবার রাতে দুর্গাপুরের অন্ডাল থানা এলাকার কাজোড়া থেকে তাকে গ্রেফতার করে সিআইডি। আজ তাকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সিআইডি। কয়লা পাচারকাণ্ডে সিবিআই-এর (CBI) সঙ্গেই তদন্ত করছে সিআইডি-ও (CID)।
গত ৫ ফেব্রুয়ারি সিআইডি-র আইজি অজয় ঠাকুরের নেতৃত্বে দুর্গাপুর এবং আসানসোলের কয়লা খনিগুলিতে তদন্তে গিয়েছিল। গোয়েন্দারা খনি শ্রমিকদের সঙ্গে কথা বললে আর তাতেই উঠে আসে রণধীরের নাম। সিবিআই ইতিমধ্যেই কয়লা পাচারকাণ্ডে মূল চক্রী অনুপ মাজি ওরফে লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে।
আরও পড়ুন: তাজপুরে ঘুরতে যাওয়ার পথে দুর্ঘটনা, লরির ধাক্কায় গুরুতর আহত ১০
এই প্রথম কয়লা পাচাকাণ্ডে কাউকে গ্রেফতার করল CBI। ধৃত রণধীর এই মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, কয়লা তোলা থেকে পাচার পর্যন্ত সমস্ত দায়িত্ব সামলাতেন রণধীর।