সরস্বতী পুজোয় ঘুরতে যাওয়া হয়নি, অভিমানে আত্মঘাতী অষ্টম শ্রেণির ছাত্রী

শাড়ি পড়ে ঘুরতে যেতে না পারায় অভিমানে আত্মঘাতী অষ্টম শ্রেণির ছাত্রী। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের নতুন বস্তি এলাকায়। মৃত ওই ছাত্রীর নাম নিসু বেগম।

Updated By: Feb 10, 2019, 04:39 PM IST
সরস্বতী পুজোয় ঘুরতে যাওয়া হয়নি, অভিমানে আত্মঘাতী অষ্টম শ্রেণির ছাত্রী

নিজস্ব প্রতিবেদন: সরস্বতী পুজোয় বান্ধবীদের সঙ্গে ঘুরতে যেতে বারণ করে বাড়ির লোক। শাড়ি পড়ে ঘুরতে যেতে না পারায় অভিমানে আত্মঘাতী অষ্টম শ্রেণির ছাত্রী। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের নতুন বস্তি এলাকায়। মৃত ওই ছাত্রীর নাম নিসু বেগম। সকালে বন্ধুদের সঙ্গে ঘুড়তে যাওয়া নিয়ে মায়ের সঙ্গে বচসা বাঁধে নিসুর। তারপরেই সে এমন সিদ্ধান্ত নেয় বলে পরিবার সূত্রে খবর।

আরও পড়ুন: এলাকার মতুয়া ভোটব্যাঙ্কের দখল নিতেই পরিকল্পনা মাফিক খুন সত্যজিত্!

মৃতার কাকা সাহেবুল আলম জানিয়েছেন, "গত দু দিন ধরে রাজাডাঙ্গা উরুস উৎসব চলছে। দু দিনই উরুস উৎসবে বন্ধুদের সঙ্গে ঘুরেছে ভাস্তি(নিসু বেগমম)। এ ছাড়াও এদিন বাড়ি ভর্তি আত্মীয়স্বজনরাও ছিলেন। তাই নিসুকে ঘুড়তে যেতে বারণ করেছিল ওর মা।" পরিবার সূত্রে জানা গিয়েছে, এরপরই কোনও কথা না বলে নিজের ঘরে চলে যায় নিসু। টিভি চালিয়েও বসে থাকে কিছুক্ষণ। সকাল ১১টা নাগাদ তাঁর মা ঘরে যেতেই দেখেন গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলছে নিসুর নিথর দেহ। ঘটনার পর ওই ছাত্রীকে ওদলাবাড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত বলে ঘোষনা করা হয় ছাত্রীকে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ জলপাইগুড়ি পাঠিয়েছে মালবাজার থানার পুলিস। 

নিসু বেগমের এক প্রতিবেশীর কথায়, এদিন শাড়ি পড়িয়ে দেওয়ার আবদারও জানিয়ে রেখেছিল নিসু। তবে সবটাই সার। উত্সবের সকালে এমন মর্মান্তিক দুর্ঘটনায় স্বভাবতই শোকের ছায়া এলাকায়। 

.