Dhupguri Child Death: লিচু খেতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, কয়েক মুহূর্তে নেতিয়ে পড়ল শিশু
মামার বাড়িতে অন্যান্যদের সঙ্গে বসে লিচু খাচ্ছিল হাসিনা। সেই সময় অসাবধানতাবশত তার গলায় চলে যায় লিচু
![Dhupguri Child Death: লিচু খেতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, কয়েক মুহূর্তে নেতিয়ে পড়ল শিশু Dhupguri Child Death: লিচু খেতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, কয়েক মুহূর্তে নেতিয়ে পড়ল শিশু](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/05/24/376610-9.jpg)
প্রদ্যুত্ দাস: গরমের ছুটিতে মামার বাড়ি বেড়াতে এসে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বছর সাতেকের শিশুর গলায় আটকে গেল লিচু। কয়েক মুহূর্তে নেতিয়ে পড়ল বছর সাতেকের শিশু। জলপাইগুড়ির ধূপগুড়ির ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্ৰাম পঞ্চায়েতের বাসিন্দা হাসিনা খাতুন গরমের ছুটিতে এসেছিল সোনাখালী চামড়া গুদাম এলাকায় তার মামার বাড়িতে। মঙ্গলবার দুপুরে মামার বাড়িতে অন্যান্যদের সঙ্গে বসে লিচু খাচ্ছিল হাসিনা। সেই সময় অসাবধানতাবশত তার গলায় চলে যায় লিচু। সঙ্গে সঙ্গেই দম বন্ধ হয়ে নেতিয়ে পড়ে সে।
পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পাওয়া মাত্রই কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্যরা। হাসপাতাল সূত্রে খবর মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
আরও পড়ুন-Tomato Flu: চোখ রাঙাচ্ছে Tomato Flu, শিশুদের এই রোগ নিয়ে আতঙ্কে একাধিক রাজ্য