দোকানের ভিতরেই উদ্ধার ব্যবসায়ীর ঝুলন্ত দেহ
দুপুরে ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে দোকানে যান তাঁর স্ত্রী। তখনই দোকানের মধ্যে অতনুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।
![দোকানের ভিতরেই উদ্ধার ব্যবসায়ীর ঝুলন্ত দেহ দোকানের ভিতরেই উদ্ধার ব্যবসায়ীর ঝুলন্ত দেহ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/12/12/161877-bankura.jpg)
নিজস্ব প্রতিবেদন: নিজের দোকানের ভিতর থেকে উদ্ধার ব্যবসায়ীর ঝুলন্ত দেহ। বাঁকুড়া জেলা স্কুল সংলগ্ন এলাকায়। মৃত ব্যবসায়ীর নাম অতনু বরাট। আত্মহত্যা না খুন, তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া জেলা স্কুল সংলগ্ন বাজার এলাকায় একটি মিষ্টির দোকান রয়েছে তাঁর। দীর্ঘদিন ধরেই মিষ্টির দোকানে চালিয়ে আসছেন তিনি। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, ব্যবসা ভালোই চলছিল অতনুর। বুধবার সকালেও দোকান খোলেন তিনি।
আরও পড়ুন: প্রয়াত রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার হায়দর আজিজ সফি
এদিন দুপুরে ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে দোকানে যান তাঁর স্ত্রী। তখনই দোকানের মধ্যে অতনুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। স্থানীয় দোকানদাররা বাঁকুড়া সদর থানায় খবর দেন। পুলিস গিয়ে দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মাওবাদীদের আইইডি হামলায় শহিদ বাংলার সিআরপিএফ জওয়ান
দোকানের ভিতর হঠাত্ই কেন আত্মহত্যা করতে যাবেন অতনু, নাকি তাঁকে কেউ খুন করেছে, সেটাই ভাবাচ্ছে পুলিস। মৃতের স্ত্রী ও স্থানীয় দোকানদারদের জিজ্ঞাসাবাদ করছে পুলিস। তাঁর কোনও পুরনো শত্রু ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।