গঙ্গাসাগরে উল্টে গেল তীর্থযাত্রী বোঝাই বাস
ভয়ঙ্কর দুর্ঘটনা গঙ্গাসাগরে। উল্টে গেল পুণ্যার্থী বোঝাই বাস। দুর্ঘটনায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ১ জন। জখম হয়েছেন ১৫ জন যাত্রী। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা যাচ্ছে।
![গঙ্গাসাগরে উল্টে গেল তীর্থযাত্রী বোঝাই বাস গঙ্গাসাগরে উল্টে গেল তীর্থযাত্রী বোঝাই বাস](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/01/14/105325-dvdszvs.jpg)
নিজস্ব প্রতিবেদন : ভয়ঙ্কর দুর্ঘটনা গঙ্গাসাগরে। উল্টে গেল পুণ্যার্থী বোঝাই বাস। দুর্ঘটনায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ১ জন। জখম হয়েছেন ১৫ জন যাত্রী। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা যাচ্ছে।
জানা গেছে, সাগর থেকে কচুবেড়িয়া যাচ্ছিল বাসটি। সেইসময় কালীবাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। দুর্ঘটনার ফলে গুরুতর জখম হন ১৫ জন বাসযাত্রী। প্রাণ হারান একজন।
আরও পড়ুন, মৃত মানুষের নামেও টাকা! ১০০ দিনের কাজে বেনজির দুর্নীতি কোচবিহারে
দু্র্ঘটনার পর স্থানীয়রাই এগিয়ে আসেন উদ্ধারকাজে। দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে একে একে উদ্ধার করা হয় যাত্রীদের। আহতদের চিকিত্সা চলছে।