TMC Leader Attacked: গোপনে মহিলাদের ছবি তোলার প্রতিবাদ করতেই তৃণমূল নেতাকে ধারাল অস্ত্রের কোপ!

ওই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় মানুষজন রাজেশের ঘর ঘিরে রাখে। পরিস্থিতি সামাল দিতে ছুটি আসে বিশাল পুলিস বাহিনী

Updated By: Mar 19, 2022, 03:45 PM IST
TMC Leader Attacked: গোপনে মহিলাদের ছবি তোলার প্রতিবাদ করতেই তৃণমূল নেতাকে ধারাল অস্ত্রের কোপ!

নিজস্ব প্রতিবেদন: গোপনে স্থানীয় মহিলাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ উঠেছিল বিএসএনএল কর্মীর বিরুদ্ধে। তা নিয়ে ওই কর্মীকে সতর্ক করতে গিয়ে হামলার শিকার হলেন খানাকুল এলাকার এক তৃণমূল নেতা। এমনটাই অভিযোগ উঠল খানাকুলের হেলানে। আহত ওই পঞ্চায়েত সমিতির সদস্যকে ভর্তি করা হয়েছে খানাকুল হাসপাতালে।

কী হয়েছিল আসলে? বিহারের দ্বারভাঙ্গার বাসিন্দা ও বিএসএনএল কর্মী রাজেশ গুপ্তা কর্মসূত্রে থাকেন হুগলির হেলান এলাকায়। অভিযোগ, গোপনে মহিলাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি তুলে তা সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করতেন রাজেশ। বিষয়টি নিয়ে স্থানীয় বেশ কয়েকজন মহিলা অভিযোগ করেন রামমোহন ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান টগরি দাসের স্বামী অরূপ দাসকে। 

এদিকে, অরূপ দাসের দাবি, তিনি এনিয়ে রাজেশ গুপ্তার বাড়িতে কথা বলতে গেলে তার উপরে শোড নিয়ে চড়াও হয় রাজেশ, তার স্ত্রী ও ছেলে। এতে অরূপের হাতের আঙ্গুল ক্ষতবিক্ষত হয়ে যায়। কাছে থাকা ধারাল অস্ত্র দিয়ে তাকে আঘাত করে রাজেশ, এমনটাই অভিযোগ অরূপের।

অন্যদিকে, ওই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় মানুষজন রাজেশের ঘর ঘিরে রাখে। পরিস্থিতি সামাল দিতে খানাকুল থেকে বিশাল পুলিস বাহিনী এসে রাজেশকে গ্রেফতার করে। আহত অরূপকে দেখতে খানাকুল হাসপাতলে যান তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যায় জয়দেব জানা। 

আরও পড়ুন-ফাঁকা বাড়িতে পড়ে বসেছিল ভাইঝি, সুযোগ বুঝে নাবালিকার চরম 'সর্বনাশ করল' নিজের জ্যেঠু

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.