Bomb Recover: আবার সেই বীরভূম, বগটুইয়ের পাশের গ্রামে মিলল ১৫ তাজা বোমা
বাড়ির বারান্দার নিচে প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল তাজা বোমা। সঙ্গে বোমা তৈরির মশলাও।
![Bomb Recover: আবার সেই বীরভূম, বগটুইয়ের পাশের গ্রামে মিলল ১৫ তাজা বোমা Bomb Recover: আবার সেই বীরভূম, বগটুইয়ের পাশের গ্রামে মিলল ১৫ তাজা বোমা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/06/05/377824-birbhum.jpg)
প্রসেনজিৎ মালাকার: ফের বোমা উদ্ধার বীরভূমে। বগটুইয়ের পাশের গ্রামে এবার প্লাস্টিকের ব্য়াগে পাওয়া গেল ১৫ তাজা বোমা! সঙ্গে বোমা তৈরির মশলাও। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মার্চে মাসে রামপুরহাটের বগটুই গ্রামে হন তৃণমূল উপ-প্রধান ভাদু শেখ। এরপর রাতভর বোমাবাজি চলে গ্রামে। এমনকী, বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়! প্রাণ হারান ৮ জন। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায় রাজ্যে।
আরও পড়ুন: Khagen Murmu: মালদহের বিজেপি সাংসদ কি এবার তৃণমূলে? নিজেই জানালেন তাঁর সিদ্ধান্তের কথা
জানা গিয়েছে, বগটুইয়ের পাশের গ্রাম পাবরোখিয়া। স্থানীয় বাসিন্দা সাবের সেখের বাড়ির বারান্দার নিচে প্লাস্টিকের ব্য়াগে রাখা ছিল বোমাগুলি। এলাকার লোকই প্রথমে বোমাগুলি দেখতে পান। খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি উদ্ধার করে পুলিস। পাওয়া যায় বোমা তৈরির মশলাও। কারা বোমা ও বোমা তৈরির মশলা মজুত করে রেখেছিল? কেনইবা রেখেছিল? শুরু হয়েছে তদন্ত।
আরও পড়ুন: Tamluk Accident: শ্বশুরবাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনা, জামাইষষ্ঠীতে মৃত্যু দম্পতির