Birbhum: কর্তব্যরত নার্সকে মারধর, নোংরা গালাগালি! হাসপাতালে দাদাগিরি তৃণমূল কাউন্সিলরের...
প্রেশার মাপার জন্য বসতে বলায়, নার্সকে নোংরা ভাষায় গালিগালাজ করতে শুরু করেন কাউন্সিলর ও তাঁর লোকজনেরা। গায়েও হাত তোলা হয়।
প্রসেনজিত্ মালাকার: হাসপাতালে ঢুকে তৃণমূলের কাউন্সিলরের দাদাগিরি। কর্তব্যরত মহিলা নার্সকে মারধর ও গালিগালাজ করা হয় বলে অভিযোগ। ঘটনায় থানায় অভিযোগ দায়ের নার্সের। দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে তৃণমূলের দুবরাজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শেখ নাজিরউদ্দিনের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। কর্তব্যরত নার্সকে, মারধর ও গালিগালাজ করার অভিযোগ। এমনকি বাধা দিতে এলে একজন কর্তব্যরত পুলিসকর্মীকেও ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বীরভূমের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে।
কর্তব্যরত নার্সের দাবি, গতকাল মধ্যরাত্রে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন দুবরাজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজির উদ্দিন। তাঁকে প্রেশার মাপার জন্য বসতে বলায়, নার্সকে নোংরা ভাষায় গালিগালাজ করতে শুরু করেন কাউন্সিলর ও তাঁর লোকজনেরা। শুধুমাত্র গালিগালাজ নয়, তার পাশাপাশি তাঁর গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ। জানা গিয়েছে কর্তব্যরত এক পুলিসকর্মী বিষয়টিতে বাধা দিতে গেলে তাঁকেও ধাক্কাধাক্কি করা হয়। গোটা ঘটনায় ইতিমধ্যেই দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেছেন কর্তব্যরত নার্সটি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিস।
যদিও অভিযুক্ত কাউন্সিলর দাবি করেছেন তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন হাসপাতালে, সেখানে কোনও কাজ না থাকায় কার্যত বসেছিলেন ওই নার্স। এরপরই গোটা ঘটনাটি ঘটে। যদিও গালিগালাজ ও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর।অন্যদিকে তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখার্জি জানান, এই ঘটনা অনভিপ্রেত। পুলিস গোটা ঘটনার তদন্ত করছে। দোষী হলে শাস্তি পাবে। শুধুমাত্র দুবরাজপুর থানায় নয়, সংশ্লিষ্ট BMOH-এর কাছেও অভিযোগ জানিয়েছেন ওই নার্স। এই ঘটনায় আবারও রাতের বেলায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি প্রশ্ন উঠছে, তৃণমূলের একজন নির্বাচিত কাউন্সিলর যদি এমন ঘটনা ঘটায়, তাহলে সেক্ষেত্রে হাসপাতালের মহিলা কর্মীদের নিরাপত্তা কোথায়।
আরও পড়ুন, Rishra: প্যাডে লিখে টাকা চাইলেন তৃণমূলের ভাইস চেয়ারম্যান! তোলাবাজির অভিযোগে শোরগোল রিষড়ায়...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)