Birbhum Arson: ভাদু শেখ খুনের ঘটনায় গ্রেফতার আরও ৩, বীরভূম জেলা পুলিসের হাতে গ্রেফতার মোট ৪
ভাদু শেখের খুনের ঘটনায় এখনও সিবিআই তদন্ত শুরু হয়নি। এছাড়াও যে SIT গঠন করা হয়েছিল শুরুতে, সেই টিম পুড়ে যাওয়া আটজনের মৃত্যুর তদন্ত করছিল। ফলত ভাদু শেখের খুনের ঘটনার তদন্ত বীরভূম জেলা পুলিসের হাতেই ছিল প্রথম থেকে।
Updated By: Mar 30, 2022, 08:37 AM IST
![Birbhum Arson: ভাদু শেখ খুনের ঘটনায় গ্রেফতার আরও ৩, বীরভূম জেলা পুলিসের হাতে গ্রেফতার মোট ৪ Birbhum Arson: ভাদু শেখ খুনের ঘটনায় গ্রেফতার আরও ৩, বীরভূম জেলা পুলিসের হাতে গ্রেফতার মোট ৪](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/03/30/370069-bhadu.jpg)
নিজস্ব প্রতিবেদন: ভাদু শেখ খুনের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করেছে বীরভূম পুলিস। ধৃতদের কোর্টে তোলা হবে বুধবার।
অন্ত্যন্ত গুরুত্বপুর্নভাবে ভাদু শেখ খুনের ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও তিন জন। ভাদু শেখ খুন হওয়ার পরে শেরা শেখ, সঞ্জু শেখ এবং রাজা শেখ পলাতক ছিল। তাদের খোঁজে পুলিস বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছিল বলেও জানা গেছে। জানা গেছে যে রামপুরহাট, মালদা এবং ঝাড়খণ্ডের সীমান্তবর্তী অঞ্চল থেকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে। বীরভূম জেলা পুলিস তাদেরকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
ভাদু শেখের খুনের ঘটনায় এখনও সিবিআই তদন্ত শুরু হয়নি। এছাড়াও যে SIT গঠন করা হয়েছিল শুরুতে, সেই টিম পুড়ে যাওয়া আটজনের মৃত্যুর তদন্ত করছিল। ফলত ভাদু শেখের খুনের ঘটনার তদন্ত বীরভূম জেলা পুলিসের হাতেই ছিল প্রথম থেকে।
আরও পরুন: Anubrata Mandal: সকালে গরু পাচার মামলায় হাইকোর্টে ধাক্কা, রাতেই অনুব্রতর জন্য তারাপীঠে মহাযজ্ঞ
জেলা পুলিস গোপন সূত্রে খবর পায় যে ধৃত এই তিনজন ঝাড়খণ্ডে পালানোর চেষ্টায় রয়েছে। খবর পাওয়ার পরেই সীমান্তবর্তী এলাকায়া ফোর্স পাঠায় তারা। এরপরেই গ্রেফতার হয় ওই তিনজন।
গুরুত্বপূর্ণ বিষয় হল এই ধৃতদের মধ্যে থাকা সঞ্জু শেখের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সিবিআই তদন্তে যেমন অগ্নিসংযোগের ফলে মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে, সেরকমই ভাদু শেখের খুনের ঘটনায় জেলা পুলিসের তরফে এখনও অবধি চারজনকে গ্রেফতার করা হয়েছে।
এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে ভাদু শেখ খুনের ঘটনার পিছনে থাকা কারণ খুঁজে বের করার চেষ্টা করছে পুলিস। এই ঘটনায় এর আগে যাকে গ্রেফতার করা হয় সেই হানিফ আগ্নেয়াস্ত্রের জোগান দেয় এই তিনজনকে।