'রাম মন্দিরের ভূমি পুজো, এতবড় উত্সবকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে পুলিস'

রাজ্য বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে, এটা বিজেপির রাজনৈতিক কর্মকাণ্ড নয়। এটা উত্সব

Edited By: অধীর রায় | Updated By: Aug 4, 2020, 09:55 PM IST
'রাম মন্দিরের ভূমি পুজো, এতবড় উত্সবকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে পুলিস'
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: ভারতীয় রাজনীতিতে বহুচর্চিত বিষয় অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা। দীর্ঘ কয়েক বছরের আইনি জটিলতা কাটিয়ে বুধবার অযোধ্যায রাম মন্দিরের ভূমি পুজো হতে চলেছে।

রাজ্য বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে, এটা বিজেপির রাজনৈতিক কর্মকাণ্ড নয়। এটা উত্সব। আর এই উত্সবে সামিল হতে রাজ্যবাসীর কাছে আবেদন করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। ওই আবেদনকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।

আরও পড়ুন-মহম্মদ সেলিমের শারীরিক অবস্থা স্থিতিশীল, পরিস্থিতির ওপর নজর রাখছেন চিকিত্সকরা
 
রাজ্য বিজেপির সভাপতির অভিযোগ, অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার প্রাক্কালে রাজ্যের জেলাজুড়ে যে প্রস্তুতি চলছিল সেখানে পুলিস গিয়ে শাসক দলের নির্দেশে রাজনীতি করার চেষ্টা করছে । তিনি অভিযোগ করেন, '' খড়গপুরে সোমবার থেকেই রাম উৎসব আটকানোর জন্য পুলিস প্রশাসন পুরো চেষ্টা চালিয়ে যাচ্ছে। হোর্ডিং, বিল বোর্ড ভাড়া নিয়ে আমাদের লোকেরা হোর্ডিং লাগিয়েছিল। সেখানে পুলিস অফিসার নিজেই গুন্ডা নিয়ে এসে সমাজবিরোধীদের দিয়ে সেগুলো ছিঁড়িয়েছে। যে কোম্পানিগুলো পুরসভাকে ভাড়া দিয়ে বিল বোর্ড তৈরি করেছে আমরা সেগুলো ভাড়া নিয়েছি। অনুমতি নেওয়ার দায়িত্ব তাঁদের আমাদের নয়। কিন্তু তাতেও বাধা দেওয়া হয়েছে। আমাদের কর্মীদের নামে কেস করা হয়েছে। পুলিস গ্রেফতার করবে বলে খুঁজছে। পুলিস যদি মনে করে রাজনীতি করবে, তাহলে আমরাও রাজনৈতিকভাবে এর প্রতিবাদ করব।''

আরও পড়ুন-তুঙ্গে ভূমিপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি, তদারকিতে মুখ্যমন্ত্রী

দিলীপ ঘোষ সাফ জানিয়ে দিয়েছেন,''রাজ্য বিজেপির তরফ থেকে কোনো অনুষ্ঠান নেই। এটা পার্টির অনুষ্ঠান নয়, সামাজিক অনুষ্ঠান । আমরা রাম ভক্ত হিসাবে, নাগরিক হিসেবে সব জায়গায় অংশগ্রহণ করব। প্রত্যেকে নিজের জায়গায় মন্দির আছে সেখানে তারা যাবেন,  পুজোতে অংশগ্রহণ করবেন। দেশব্যাপী উতসবে সামিল হবে।''

বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেড়িয়ে দিলীপ ঘোষ নিউটাউনে পুজো দিতে যাবেন। এরপর সারাদিন বাড়ি থেকে ঐতিহাসিক রাম মন্দিরের শুভসূচনা প্রত্যক্ষ করবেন টিভির পর্দায়।

.