'বাংলা নিজের মেয়েকেই চায়' নির্বাচনী মরসুমে নয়া স্লোগানে কোমর বাঁধছে তৃণমূল
বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী স্লোগান সমূহের মধ্যে একটি।
!['বাংলা নিজের মেয়েকেই চায়' নির্বাচনী মরসুমে নয়া স্লোগানে কোমর বাঁধছে তৃণমূল 'বাংলা নিজের মেয়েকেই চায়' নির্বাচনী মরসুমে নয়া স্লোগানে কোমর বাঁধছে তৃণমূল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/02/20/307261-mamata.jpg)
সুতপা সেন: দোরগোড়ায় ভোট। তারমধ্যেই অব্যাহত পোস্টার যুদ্ধ। একুশের নির্বাচনের আগে উত্তপ্ত রাজ্য-রাজনীতির ময়দান। কোনও দলই অপর দলকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। এবার ফের নতুন স্লোগানে সুর বাঁধল ঘাসফুল শিবির। 'বাংলা নিজের মেয়েকেই চায়' এই নয়া স্লোগানেই ফের পোস্টার তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী স্লোগান সমূহের মধ্যে একটি।
আরও পড়ুন: দলীয় কর্মীদের মারধর, পরেশ পালকে বার্তা দিতে অঘোষিত চা চক্র বেলেঘাটা-ফুলবাগানে
বাংলার মসনদে কে বসবে এখন সে দিকেই তাকিয়ে সাধারণ মানুষ। আসন্ন বিধানসভা ভোটে কখনও বাংলার সংস্কৃতি, কখনও স্বামী বিবেকানন্দ, কখনও নেতাজি, কখনও রবীন্দ্রনাথ। ভোট বাক্সে জয় পেতে প্রতিটি দলই জোর দিয়েছে বাংলা ও বাঙালির আবেগে। এ ক্ষেত্রেও বাংলা ও বাঙালির আবেগকে গুরুত্ব দিয়ে স্লোগান তৈরি করেছে শাসক দল। আজ শনিবার এই ধরনের বিভিন্ন স্লোগানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে দলের তরফে।
এরপর কে হবেন বাংলায় মুখ্যমন্ত্রী? এখন এই প্রশ্নই ঘুরছে সর্বত্র। একদিকে বিজেপি জানিয়েছে, আসন্ন নির্বাচনে জিতলে বাংলার ভূমিপুত্রই বাংলার ভূমিপুত্র হবেন। অন্যদিকে তাঁদের কার্যত পালটা চ্যালেঞ্জ দিয়ে তৃণমূলের তরফে স্লোগান, 'বাংলা নিজের মেয়েকেই চায়।' পোস্টার নিয়ে আপাতত তৈরি তৃণমূল। উদ্বোধনের পরই একাধিক জায়গায় নজরে আসতে চলেছে নতুন স্লোগান।