Children’s Day 2024: শিক্ষকের ভূমিকায় বিডিও! খুদে পড়ুয়াদের দিলেন, মানুষ হওয়ার পাঠ...

Children’s Day 2024: শিশু দিবসে জলপাইগুড়ির সেন্ট্রাল গার্লস হাইস্কুলে বিডিও মিহির কর্মকার শিক্ষকের ভূমিকায় উপস্থিত হয়ে ছাত্রীদের সুরক্ষা পরামর্শ দেন। তিনি জানান, অপরিচিতদের সাথে ফেসবুকে বন্ধুত্ব না করা, অচেনা নম্বর থেকে ফোন না ধরা এবং বিয়ের জন্য বাড়ি থেকে জোর করলে তাকে ফোন করার কথা। অনুষ্ঠানে ছাত্রীদের উপহার দেওয়া হয়, যা স্কুল কর্তৃপক্ষ ও ছাত্রীরা আনন্দের সাথে গ্রহণ করে।

Updated By: Nov 14, 2024, 09:09 PM IST
Children’s Day 2024: শিক্ষকের ভূমিকায় বিডিও! খুদে পড়ুয়াদের দিলেন, মানুষ হওয়ার পাঠ...

প্রদ্যুত দাস: সোশ্যাল মিডিয়ায় অপরিচিত কারও সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব করবে না। নিজের ছবি পোস্ট করবে না। অচেনা নম্বর থেকে ফোন এলে রিসিভ করবে না। বাবা মা বিয়ের জন্য জোর করলে বিডিওকে ফোন করবে। স্কুলে এসে বোঝালেন জলপাইগুড়ি প্রশাসন।

আরও পড়ুন- Hero Alom: 'ফারুকী উপদেষ্টা হলে, আমার কী দোষ?', প্রশ্ন হিরো আলমের...

শহরের সেন্ট্রাল গার্লস হাইস্কুলে আজ এই কর্মসূচি নেওয়া হয়। শিশু দিবস উপলক্ষ্যে তুলে দেওয়া হয় উপহার। ছিলেন সদরের বিডিও মিহির কর্মকার। ছাত্রীদের নিজের মোবাইল নম্বর দিয়ে বিডিও বলেন, আঠারো বছরের আগে বাড়ি থেকে বিয়ের জন্য জোর করলে তোমরা আমায় ফোন করবে। দিন রাত আমার ফোন খোলা। আমি পৌঁছে যাব তোমাদের বাড়ি।

আরও পড়ুন- মন্ত্রীদের মতোই যাবতীয় সুবিধা পাচ্ছেন শেখ হাসিনা, নয়া ঠিকানা ...

স্কুল পড়ুয়াদের জন্য সরকারি কী কী স্কিম রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানোর পাশাপাশি বৃহস্পতিবার শিশু দিবস উপলক্ষে বেশ কিছু স্কুলের ছাত্রীদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি মিষ্টিমুখের আয়োজন সদর বিডিও এর। প্রশাসনের এই উদ্যোগে খুশি স্কুল পড়ুয়া থেকে কর্তৃপক্ষ। 

 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.