Kho Kho World Cup 2025: ভারত Vs দক্ষিণ আফ্রিকা, প্রথমবার খো খো বিশ্বকাপের সেমিফাইনাল...
India Vs South Africa: টানটান উত্তেজনায় মাঠ কাঁপাতে আসছে আসছে ভারতীয় দল, মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। আজ সন্ধ্যা ৭ টা এবং রাত ৮:১৫ য় চোখ রাখতে হবে টিভির পর্দায়...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথমবার খো খো বিশ্বকাপের (Kho Kho World Cup 2025) সেমিফাইনালে ভারতীয় পুরুষ ও মহিলা দল। প্রথম থেকেই দুর্দান্ত পারফরম্যান্সে সকলের নজর কেড়েছে ভারতীয় দল। তাদের এই দুর্দান্ত খেলা দিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
দিল্লির ইন্দিরা গান্ধী এরিনায় আয়োজিত প্রথম খো খো বিশ্বকাপে ভারতীয় পুরুষ এবং মহিলা দলের জয়রথ অব্যাহত। দুই দলই গ্রুপের সমস্ত ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থেকে নকআউটে ওঠার পর শুক্রবার কোয়ার্টার ফাইনালের গন্ডি টপকে সেমিফাইনালে পৌঁছে গেছে। ১৭ জানুয়ারি শুক্রবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মহিলা দল বাংলাদেশকে ৯৩ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে এবং পুরুষ দলও সমানভাবে অত্যন্ত ভালো পারফর্মেন্স করেছে এবং প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাকে পরাজিত করেছে ৬০ পয়েন্টের ব্যবধানে এবং এরপরই নিশ্চিত সেমিফাইনালের আসন। দুটি সেমিফাইনাল ম্যাচই ১৮ জানুয়ারি শনিবার অর্থাৎ আজ এবং ফাইনাল ১৯ জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হতে চলেছে।
ভারতীয় মহিলা দল কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে ১০৯-১৪ পয়েন্টের বিরাট ব্যবধানে উড়িয়ে দেয়। অন্যদিকে ভারতীয় পুরুষ দল কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কাকে ১০০-৪০ পয়েন্টের বড় ব্যবধানে পরাজিত করে। নকআউট ম্যাচে সকল খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স সকলের নজর কেড়েছে এবং এটিই তাদেরকে সেমিফাইনালে যেতে সাহায্য করেছে। মহিলা দলের অধিনায়ক প্রিয়াঙ্কা ইঙ্গেল (Priyanka Ingle), ১৫ বছর ধরে ২৩টি জাতীয় দলের সঙ্গে খেলেছে এবং তিনি চতুর্থ এশিয়ান চাম্পিয়ানশিপ ২০২২-২৩ এ সোনা জয় করে তাঁর দক্ষতার পরিচয় দিয়েছেন সকলের সামনে। এছাড়াও তাঁর ঝুলিতে আছে প্রচুর সাফল্য। অপর দিকে পুরুষ দলের নেতৃত্ব দেবেন প্রতীক ওয়াইকার (Pratik Waikar) তাঁর ঝুলিতেও আছে প্রচুর সাফল্য, তিনি ২০১৯ সাউথ এশিয়ান গেমসে নেতৃত্ব দিয়ে দলকে সোনা জিততে সাহায্য করেন। তাঁদের নেতৃত্বেই এই বছরের খো খো বিশ্বকাপ মাঠে পারদের মাত্রা বাড়িয়ে দিয়েছে অনেকটাই।
আজ সন্ধ্যা ৭ টায় ভারতীয় মহিলা দল সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে। অন্যদিকে, রাত ৮:১৫ য় ভারতীয় পুরুষ দলও সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। শুরু থেকেই টিম ইন্ডিয়া দুর্দান্ত খেলে নিশ্চিত করতে চলেছে তাদের জয়। তাই দক্ষিন আফ্রিকার পক্ষে ভারতকে হারানো যে খুব একটা সহজ নয় তা হাবেভাবে বুঝিয়ে দিয়েছে ভালোভাবেই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)