দীর্ঘ রোগভোগের পর প্রয়াত অনুব্রতর মণ্ডলের স্ত্রী
কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সা চলছিল তাঁর।
![দীর্ঘ রোগভোগের পর প্রয়াত অনুব্রতর মণ্ডলের স্ত্রী দীর্ঘ রোগভোগের পর প্রয়াত অনুব্রতর মণ্ডলের স্ত্রী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/01/24/230458-anu.jpg)
নিজস্ব প্রতিবেদন : দীর্ঘদিন রোগ ভোগের পর আজ সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের স্ত্রী ছবি মণ্ডল।
দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সা চলছিল তাঁর। আজ সকাল ৬টা নাগাদ মারা যান তিনি। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।
গতবছরই মা কে হারান অনুব্রত মণ্ডল। গতবছর ২৩ এপ্রিল অনুব্রতর মা পুষ্পরাণি দেবী মারা যান। এমনকী অনুব্রত নিজেও অসুস্থ। উচ্চ রক্তচাপ সমস্যা এবং ব্লাড সুগারে ভুগছেন। গত জুলাইয়ে এসএসকেএম ভর্তি হতে হয় তাঁকে।
Tags: