Mahakumbh 2025: মহাকুম্ভে পুণ্যস্নান, অযোধ্যায় রামমন্দির গিয়ে এবার নিখোঁজ বর্ধমানের প্রৌঢ়া!

সঙ্গমে পুণ্যস্নান সেরে অযোধ্যায় রামমন্দির দর্শনে গিয়ে এবার নিখোঁজ বৃদ্ধা! কোথায় গেলেন? মাকে এখন হন্যে হয়ে খুঁজছেন ছেলে। থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। যত কাণ্ড কুম্ভে।

Updated By: Feb 19, 2025, 08:53 PM IST
Mahakumbh 2025: মহাকুম্ভে পুণ্যস্নান, অযোধ্যায় রামমন্দির গিয়ে এবার নিখোঁজ বর্ধমানের প্রৌঢ়া!

অরূপ লাহা: সঙ্গমে পুণ্যস্নান সেরে অযোধ্যায় রামমন্দির দর্শনে গিয়ে এবার নিখোঁজ বৃদ্ধা! কোথায় গেলেন? মাকে এখন হন্যে হয়ে খুঁজছেন ছেলে। থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। যত কাণ্ড কুম্ভে।

আরও পড়ুন:  Big Landslide: ভয়ংকর! হঠাৎই প্রচণ্ড শব্দ করে ফেটে পড়ল বিস্তীর্ণ এলাকা! চৌচির মাটিতে নামল বিশাল ধস...

পুলিস সূত্রে খবর, নিখোঁজ বৃদ্ধার নাম পুষ্প হাজরা। বাড়ি, পূর্ব বর্ধমানের  মেমারির শ্রীদুর্গাপল্লীতে। ছোট ছেলে আনন্দকে মহাকুম্ভে গিয়েছিলেন তিনি। তারপর পুণ্যস্নান পুণ্যস্নান সেরে গিয়েছিল রামমন্দির দর্শন করতে যান অযোধ্যায়। পরিবারের দাবি, ভিড়ের মধ্য়ে রামমন্দির দর্শনের লাইন থেকে নিখোঁড হয়ে গিয়েছেন পুষ্প। বড় ছেলে প্রশান্ত হাজরা জানিয়েছেন, 'মা ও ভাই প্রথমে রেনারস যায়। সেখান থেকে মহাকুম্ভে গিয়ে পুণ্যস্নান করেন। তারপর ১৮ ফ্রেরুয়ারি মা-কে নিয়ে অযোধ্যায় রামমন্দির দর্শন করতে যায় ভাই'। মাকে ফিরে পেতে পুলিসের দ্বারস্থ হয়েছেন পুষ্পের ছোট ছেলে। স্রেফ  পোস্টার লাগানো নয়, অযোধ্যায় রীতিমতো মাইকিং-ও শুরু করেছে পুলিস।

এবার মহাকুম্ভে পুণ্য স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে অনেকেই। যেমন, পূর্ব বর্ধমানেরই কাটোয়ার আলপনা হালদার। ২৪ জানুয়ারি কটোয়া থেকে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার উদ্দেশে রওনা দেন তিনি। সঙ্গে ছিলেন আরও ১৩ জন। মেয়ের  বর্ণালী হালদারের দাবি, যেদিন রওনা দেন, তার পরের দিন ২৫ জানুয়ারি থেকে নিখোঁজ আলপনা। সেদিন দুপুর ১ টা থেকে নাকি ওই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না! মায়ের খোঁজ পেতে পুলিসের দ্বারস্থ হয়েছেন তিনি। পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়ও।

আরও পড়ুন:  Bird Flu scare: শয়ে শয়ে মরছে বাংলায়! দাম কম বলেই চিকেন চিকেন করবেন না...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.