দিঘা-মন্দারমণিতে সমুদ্রস্নানে একাধিক নিষেধাজ্ঞা প্রশাসনের
কেউ নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে কিনা, নজরে রাখতে থাকবে বিশেষ নজরদারি ব্যবস্থা।
![দিঘা-মন্দারমণিতে সমুদ্রস্নানে একাধিক নিষেধাজ্ঞা প্রশাসনের দিঘা-মন্দারমণিতে সমুদ্রস্নানে একাধিক নিষেধাজ্ঞা প্রশাসনের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/06/25/125860-dighadbsakja.jpg)
নিজস্ব প্রতিবেদন : দিঘায় সমুদ্রস্নানে নেমে বারবার মৃত্যু। শনিবারও দুজনের মৃত্যু হয়েছে। একের পর এক মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। দুর্ঘটনা এড়াতে পর্যটকদের জন্য বেশ কয়েকটি বিধিনিষেধ আনছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। তার প্রথম এবং প্রধান নিষেধাজ্ঞাটি হল মত্ত অবস্থায় সমুদ্রে নামা যাবে না। কেউ মদ খেয়েছে কি না, তা লক্ষ্য রাখতে আনা হচ্ছে বিশেষ নজরদারি ব্যবস্থাও।
দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের মত, মত্ত অবস্থায় সমুদ্রে নামাতেই বিপত্তি ঘটছে। এতদিন মৌখিক নিয়ম ছিল- বিচে মদ খাওয়া যাবে না, মদ খেয়ে সমুদ্রে নামা উচিত নয়। দুর্ঘটনা রুখতে এবার মদ খেয়ে জলে নামায় জারি করা হল নিষেধাজ্ঞা। দিঘার ক্ষেত্রে পাশাপাশি মন্দারমনি, তাজপুর ও শঙ্করপুরকেও নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসা হল।
কী কী বিধিনিষেধ?
১. মদ খেয়ে সমুদ্রে নামা যাবে না
২. কোমর জল পর্যন্ত যাওয়া যাবে না
৩. সমুদ্রে যেখানে সেখানে নামা যাবে না
৪. সমুদ্রের নির্দিষ্ট অংশেই স্নান করতে হবে
তাজপুর, শংকরপুর, মন্দারমনি সমুদ্রসৈকতে নিষেধাজ্ঞাগুলি বোর্ডে লেখা থাকবে। হোটেল মালিকরাও পর্যটকদের সচেতন করতে হোটেল ও লজে নিষেধাজ্ঞা বোর্ড রাখবেন। আরও পড়ুন, মন্দারমণিতে স্নান করতে নেমে মৃত্যু তরুণ-তরুণীর, বাঁচাতে গিয়ে আশঙ্কাজনক সাংবাদিক বন্ধু