এতদিন জানত না চোরের দল! আগে লাল চোর, এখন নীল চোর এবার গেরুয়া চোর: Adhir
দুপুরে ফেসবুক লাইভে 'বেসুরো' বেজেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: ভোট যত এগোচ্ছে তত অসন্তোষ বাড়ছে তৃণমূলের অন্দরে। শনিবার ফেসবুক লাইভে রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) গলাতেও শোনা গিয়েছে 'ভিন্নসুর'। শুভেন্দুর পর কি এবার রাজীবও পদ্ম শিবিরে? রাজীবের 'আত্মোপলব্ধি' নিয়ে অধীর চৌধুরীর (Adhir Chowdhury) প্রতিক্রিয়া,'আগে মনে হয়নি, মানুষের কাজ করতে পারছি না। ১০ বছর পর মনে হচ্ছে কাজের পরিসর নেই। আগে লাল চোর, এখন নীল চোর এবার গেরুয়া চোর।'
দুপুরে ফেসবুক লাইভে 'বেসুরো' বেজেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। দলের কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। ভাঙড়ের সভার পর এনিয়ে অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, 'বিজেপিতে যাওয়ার অজুহাত খুঁজছেন। ১০ বছর পর মনে হচ্ছে কাজ করার পরিসর নেই। এতদিন জানত না চোরের দল! আগে ছিল লাল চোর। এখন নীল চোর এবার গেরুয়া চোর। মমতার দয়া-দাক্ষিণ্যে মানুষ হয়েছেন। বাংলার মানুষ অধৈর্য হয়ে পড়ছেন।'
এ দিন ভাঙড়ে জনসভা করেন অধীর চৌধুরী (Adhir Chowdhury) । ৩৭ বছর পর এই সভা বলে দাবি কংগ্রেস নেতৃত্বের। অধীর চৌধুরী সভায় বলেন,'তৃণমূল নেতাদের বাহাদুরির পরেও আজ সভা হচ্ছে। দেশের মানুষ আজ নিরাপদ নয়। কংগ্রেস আমলে নিরাপত্তাহীনতার বোধ ছিল না। হিন্দুদের না মুসলিমদের দেশ সেই তর্ক ছিল না। কে দেশপ্রেমিক আর কে নয়, তা শেখানোর চেষ্টা চলছে। বিজেপির বিরুদ্ধে লড়বে কে? একমাত্র কংগ্রেস। ভারতের ইতিহাস তাই বলছে। বাংলাতেই দেখুন, অগ্নিকন্যা মমতা তো বলেছিলেন বিজেপি অচ্ছুত নয়। তখনই আমরা প্রতিবাদ করেছিলাম।' বাম-কংগ্রেস জোটই বিকল্প বলে দাবি অধীরের। তিনি বলেন,'বিজেপির সঙ্গে মমতার লড়াই নাটুকে। হিন্দু ভাইরা বিজেপি পার্টির চক্করে পরো না। আপনার নাগরিকত্ব কেড়ে নিতে বিজেপির বাপও পারবে না। আমাদের জোটকে সমর্থন করুন।' তবে এ দিনও জোটের আকাশে শঙ্কার মেঘ দেখা গিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতির সামনেই ঋজু ঘোষালরা, অধীর চৌধুরীকে জোটের মুখ বলে সওয়াল করেন।
আরও পড়ুন- ভাল কাজ করতে গেলেই বাধাপ্রাপ্ত হচ্ছি : Rajib, বাধা পেলে বেরিয়ে আসা উচিত : Suvendu