এবিভিপি-র ডেপুটেশন কর্মসূচি ঘিরে রণক্ষেত্র মধ্যমগ্রামের APC কলেজ
পরে পুলিস এসে লাঠি উঁচিয়ে তাড়া করে পরিস্থিতি সামাল দেয়। এরপরই রাস্তা অবরোধ করে বিক্ষোভে বসে এবিভিপি-র সদস্যরা।
![এবিভিপি-র ডেপুটেশন কর্মসূচি ঘিরে রণক্ষেত্র মধ্যমগ্রামের APC কলেজ এবিভিপি-র ডেপুটেশন কর্মসূচি ঘিরে রণক্ষেত্র মধ্যমগ্রামের APC কলেজ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/07/29/202506-mgm.jpg)
নিজস্ব প্রতিবেদন: এবিভিপি-টিএমসিপি সংঘর্ষে উত্তপ্ত মধ্যমগ্রামের আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ। সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন ছাত্র। চলে বেপরোয়া বাইক ভাঙচুর। পরে পুলিস এসে লাঠি উঁচিয়ে তাড়া করে পরিস্থিতি সামাল দেয়। এরপরই রাস্তা অবরোধ করে বিক্ষোভে বসে এবিভিপি-র সদস্যরা।
সোমবার মধ্যমগ্রাম সোদপুর রোডের এপিসি কলেজে বিজেপির ছাত্র পরিষদের তরফ থেকে স্মারকলিপি জমা দেওয়া কথা ছিল। অভিযোগ, ঘোষিত কর্মসূচি হওয়া সত্ত্বেও তাঁদের কলেজে ঢুকতে বাধা দেয় টিএমসিপি। কলেজে ঢোকা নিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। বচসা গড়ায় হাতাহাতিতে। লাঠি, বাঁশ, লোহার রড নিয়ে চলে হামলা। চলতে থাকে কিল, ঘুষি, চড়। কলেজে একের পর এক বাইক ভাঙচুর হতে থাকে।
'কাটমানি' রোগ বাম আমলেও, বলে আলিমুদ্দিনের চক্ষুশূল হলেন কান্তি
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। লাঠি উঁচিয়ে বিক্ষোভরত ছাত্রদের দিকে তাড়া করে পুলিস। কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এবিভিপি-র সদস্যরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে পুলিসের উচ্চপদস্থ কর্তারা গিয়ে বিক্ষোভ তুলে দেন। তবে ঘটনার পর থেকে থমথমে কলেজ ক্যাম্পাস। কলেজ অঘোষিত ছুটির চেহারা নিয়েছে।