বিয়ের ৪ মাসের মাথায় গৃহবধূকে শ্বাসরোধ করে খুন
চার মাস আগে রামনগর গ্রামের বাসিন্দা বিবেক মন্ডলের সঙ্গে বিয়ে হয় কুড়ি বছরের বেবি মন্ডলের।
![বিয়ের ৪ মাসের মাথায় গৃহবধূকে শ্বাসরোধ করে খুন বিয়ের ৪ মাসের মাথায় গৃহবধূকে শ্বাসরোধ করে খুন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/12/21/164038-kaliachak.jpg)
নিজস্ব প্রতিবেদন: মাত্র চার মাসেই শেষ হল ‘সুখী’ দাম্পত্য জীবন। মেলেনি দাবিমতো পণের টাকা। বিয়ের চার মাসের মাথায় গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালিয়াচকের রামনগর গ্রামে।
আরও পড়ুন: রথযাত্রায় স্থগিতাদেশ চেয়ে এবার ডিভিশন বেঞ্চে মামলা রাজ্যের
চার মাস আগে রামনগর গ্রামের বাসিন্দা বিবেক মন্ডলের সঙ্গে বিয়ে হয় কুড়ি বছরের বেবি মন্ডলের। বিয়েতে পাত্র পক্ষের দাবি মত পণ দিয়েছিলেন বেবি মন্ডলের পরিবারের লোকেরা। বিয়ের পর থেকে বিবেক শ্বশুরবাড়ি থেকে একটি মোটর বাইক ও আলমারি দাবি করতে থাকে। সেই দাবি মত মোটরবাইক, আলমারি দিতে সক্ষম হননি ওই গৃহবধূর পরিবারের লোকেরা।
আরও পড়ুন: বড় জয় বিজেপির, রাজ্যের নির্দেশ খারিজ করে রথযাত্রার অনুমতি দিল হাইকোর্ট
সেই কারনে গৃহবধুর ওপরে অত্যাচার করা হত বলে অভিযোগ। গতকাল ওই গৃহবধূকে শ্বাসরোধ করে তার স্বামী খুন করে বলে অভিযোগ। ঘটনায় স্বামী সহ চারজনের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পলাতক অভিযুক্তরা।