Student Death: সেমিস্টারে ফার্স্ট হতে পারেননি! মেধাবী ছাত্রীর দেহ মিলল মেসে....

Student Death:  চাঞ্চল্য বর্ধমানে।

Updated By: Feb 7, 2025, 06:02 PM IST
Student Death: সেমিস্টারে ফার্স্ট হতে পারেননি! মেধাবী ছাত্রীর দেহ মিলল মেসে....

অরূপ লাহা: পরীক্ষায় কেন প্রথম হতে পারলেন না? মানসিক অবসাদে আত্মঘাতী মেধাবী পড়ুয়া! মেস থেকে উদ্ধার হল মেধাবী ছাত্রীর ঝুলন্ত দেহ। চাঞ্চল্য বর্ধমানে। 

আরও পড়ুন:  Siliguri: বাড়ির দলিল নিতে শিলিগুড়িতে মাকে খুন ছেলের...

জানা গিয়েছে, মৃতের নাম শুভেচ্ছা ঘোষ। বাড়ি, বীরভূমের সাঁইথিয়ায়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের তৃতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন শুভেচ্ছা। পরিবার সূত্রে খবর, পড়াশোনার সুবিধার জন্যই বর্ধমান শহরের মেঘনাথ সাহা পল্লিতে একটি মেসে থাকতেন তিনি। প্রতিদিনের মতোই বৃহস্পতিবার রাতেও দিদির সঙ্গে ফোনে কথা বলেন ওই ছাত্রী। কিন্তু আজ, শুক্রবার সকাল থেকে আর ফোন পাওয়া যাচ্ছিল না! 

মেস কর্তৃপক্ষকে ফোন করেন শুভেচ্ছার বাড়ির লোকেরা। ঘরে গিয়ে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান মেসের লোকেরাই। খবর দেওয়া হয় বর্ধমান থানায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। কীভাবে মৃত্যু? পরিবারের দাবি, পড়াশোনা বরাবরই মেধাবী ছিলেন শুভেচ্ছা। কিন্তু দ্বিতীয় সেমিস্টারে প্রথম হতে পারেননি। মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন তিনি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিস।

এদিকে হুগলির ত্রিবেণীতে মাধ্যমিক শুরু আগেই আত্মহত্যা করেছে এক পরীক্ষার্থী। কেন? বুঝে উঠতে পারছেন না বাড়ির লোকেরা। থানায় অভিযোগও দায়ের করেননি তাঁরা। বরং লিখিতভাবে জানিয়ে দিয়েছেন, কারও বিরুদ্ধে কোন অভিযোগ নেই। 

পরিবার সূত্রে খবর, বাড়ির পাশেই সরস্বতী পুজোর প্যান্ডেল করা নিয়ে এক প্রতিবেশীর সঙ্গে ঝামেলা হয়েছিল ওই পড়ুয়ার। কিন্তু সেই ঝামেলা মিটেও গিয়েছিল। এরপর সেদিন সন্ধ্যায় বাড়িতে ওই মাধ্য়মিক পরীক্ষার্থী ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সূত্রের খবর, সরস্বতী পুজো পাঞ্জাবী কেনার বায়না করেছিল সৌম্যদীপ। এই নিয়ে অশান্তি হয়েছিল বাড়িতে। 

আরও পড়ুন:  Kalyani Blast: ভয়ংকর বিস্ফোরণে উড়ে গেল বাজি কারখানা; ঝলসে মৃত কমপক্ষে ৪, আহত বহু

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.