নেপালে পাচারের ছক! শিলিগুড়িতে তক্ষক-সহ পাকড়াও ১
উদ্ধার হল হাতির দেহাংশও।
নিজস্ব প্রতিবেদন: সীমান্তের ওপারে নেপালে পাচারের পরিকল্পনা ছিল। শিলিগুড়িতে উদ্ধার হল তক্ষক। বাদ গেল না হাতির দেহাংশ। এক ব্যক্তিকে আটক করে বন দফতরের হাতে তুলে দিলেন সশস্ত্র সীমাবলের (SSB) জওয়ানরা।
বন দফতর সূত্রে খবর, ধৃতের নাম নিত্যানন্দ শীল। বাড়ি, শিলিগুড়ি লাগোয়া ফাঁসিদেওয়া এলাকায়। শিলিগুড়ি থেকে নেপালে তক্ষক ও হাতির দেহাংশ পাচারের চেষ্টা করছিল সে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল, বুধবার রাতে স্থানীয় খড়িবাড়ি এলাকায় অভিযান চালান SSB-র ৪১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। ধরা পড়ে নিত্যানন্দ। আটক করা হয় তাকে। উদ্ধার হয় তক্ষক ও হাতির দেহাংশও।
আরও পড়ুন: Daspur: ব্যাঙ্ককর্মীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা, ভরদুপুরে চলল গুলি
এদিকে আবার কয়েকদিন আগে আবার হাতির দাঁত-সহ গ্রেফতার করেছিল বন দফতর। শুধু তাই নয়, সেই ঘটনার তদন্তে নেমে শিলিগুড়ির ফাঁসিদেওয়ার হাঁসখোলা এলাকা থেকে হাতি দেহাংশ থেকে গ্রেফতার করা হয় আরও একজনকে। বন দফতরের রেঞ্জার সোনম ভুটিয়া জানিয়েছেন, তদন্ত চলছে। এই পাচারচক্রের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Suicide: দুদিন পরই বিয়ে, গায়ে হলুদের আগেই আত্মঘাতী যুবতী, কেন!