Drowning Death: সাঁতার না জেনেই পুকুরে ঝাঁপ! মর্মান্তিক পরিণতি কিশোরের, চোখের নিমেষে...

Drowning Death:  পশ্চিম মেদিনীপুরের বেলদার পর এবার হুগলির ব্যান্ডেল।

Updated By: Feb 4, 2025, 09:11 PM IST
Drowning Death: সাঁতার না জেনেই পুকুরে ঝাঁপ! মর্মান্তিক পরিণতি কিশোরের, চোখের নিমেষে...

বিধান সরকার: সাঁতার না জেনেই পুকুর ঝাঁপ! মুহূর্তে তলিয়ে গেল কিশোর। শেষপর্যন্ত যখন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হল, তখন মৃত বলে ঘোষণা করলেন চিকিত্‍সকরা। ঘটনাটি ঘটেছে হুগলির ব্যান্ডেলে। 

আরও পড়ুন:  Elephant Killing: অমানবিক! ইলেকট্রিক শক দিয়ে খুন বুনো হাতি! অবশেষে গ্রেফতার অভিযুক্ত...

স্থানীয় সূত্রে খবর, একজনের বয়স  ১৩, আর একজনের ১০। আজ, মঙ্গলবার দুপুরে ব্য়ান্ডেলে মেরি পার্ক এলাকার একটি পুকুরে স্নান করতে নেমেছিল দুই নাবালক। কিন্তু  তাদের কেউ-ই নাকি সাঁতার জানত না! এরপর হঠাত্‍ জলে ঝাঁপ দেয় একজন। প্রায় সঙ্গে সঙ্গেই তলিয়ে যায় সে। আর একজন গিয়ে খবর দেয় বাাড়িতে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ওই কিশোরের বাড়ির লোকেরা। সঙ্গে স্থানীয়রাও।

যে জলে ঝাঁপ দিয়েছিল, তাকে উদ্ধার করে ফেলেন তাঁরা। কিন্তু শেষরক্ষা হয়নি। ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে, ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। এলাকায় শোকের ছায়া।

এর আগে, পশ্চিম মেদিনীপুরের বেলদায় পুকুরে ডুবে মৃত্য়ু হয়েছিল দুই শিশুর। ড়ির সকলের অলক্ষ‍ে কখন যে তারা বাড়ির পিছনের পুকুরে নেমে গিয়েছে,  কেউ টের পাননি। খানিক ক্ষণ পরে পুকুরে একজন ভেসে উঠতে দেখা যায়। এরপরই পুকুর থেকে উদ্ধার হয় দু'জনের নিথর দেহ।

আরও পড়ুন: Hundred Years of EMU Howrah: শতবর্ষে ভারতীয় লোকাল ট্রেন! এই উপলক্ষে জানা গেল হাওড়ার রেলযাত্রীদের নিত্য-ভোগান্তির সুরাহা...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.