নিয়ন্ত্রণ হারাতেই নয়ানজুলিতে গাড়ি, ৪০০০ বোতল মদ গিয়ে পড়ল জলে!
পিক আপ ভ্যানে ছিল ২০০টি পেটি। অর্থাত্ গাড়িটিতে মোট ৪০০০ বোতল মদ ছিল।
![নিয়ন্ত্রণ হারাতেই নয়ানজুলিতে গাড়ি, ৪০০০ বোতল মদ গিয়ে পড়ল জলে! নিয়ন্ত্রণ হারাতেই নয়ানজুলিতে গাড়ি, ৪০০০ বোতল মদ গিয়ে পড়ল জলে!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/07/06/199801-bdbvfbbs.jpg)
নিজস্ব প্রতিবেদন : উলটে গেল মদ ভর্তি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উলটে যায় গাড়িটি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় ফতেপুর ফুটবল মাঠের কাছে।
স্থানীয়রা জানিয়েছেন, ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে আসছিল গাড়িটি। আচমকাই জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পিক আপ ভ্যানটি। জাতীয় সড়কের পাশেই ছিল একটি নয়ানজুলি। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নয়ানজুলিতে গিয়ে পড়ে মদ ভর্তি গাড়িটি।
জানা গিয়েছে, মদ ভর্তি গাড়িটি নদীয়ার কৃষ্ণনগর থেকে আসছিল। গন্তব্য ছিল ডায়মন্ডহারবার। পিক আপ ভ্যানে ছিল ২০০টি পেটি। অর্থাত্ গাড়িটিতে মোট ৪০০০ বোতল মদ ছিল। কিন্তু ফতেপুরের কাছে নিয়ন্ত্রণ হারাতেই গাড়ি গিয়ে পড়ে নয়ানজুলি। ৪০০০ বোতল মদ গিয়ে পড়ে জলে।
আরও পড়ুন, 'শার্দুল নয়, শিয়ালের পায়ের ছাপ', ধড়ে প্রাণ ফিরল চন্দ্রকোণাবাসীর
দুর্ঘটনার খবর পেতেই ছুটে আসেন স্থানীয়রা। গাড়িচালক ও খালাসিকে উদ্ধার করেন তাঁরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফলতা থানার পুলিস। গাড়িচালক ও খালাসিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস। কীভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল? চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা? পাশাপাশি, বেআইনি আবগারি কারবারের কোনও যোগ আছে কিনা? সবটাই খতিয়ে দেখছে পুলিস।