মন্দারমণির সমুদ্র সৈকতে উদ্ধার ৩ মত্স্যজীবীর দেহ
এক নাগাড়ে বৃষ্টি, সঙ্গে প্রবল জলোচ্ছ্বাস। সমুদ্রে নামতে পারছিলেন না পর্যটকরা। তাই মন্দারমণির সৈকত ধরেই ভোরবেলায় হাঁটতে বেরিয়েছিলেন অনেকে।
![মন্দারমণির সমুদ্র সৈকতে উদ্ধার ৩ মত্স্যজীবীর দেহ মন্দারমণির সমুদ্র সৈকতে উদ্ধার ৩ মত্স্যজীবীর দেহ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/07/23/129417-mandermoni.jpg)
নিজস্ব প্রতিবেদন: এক নাগাড়ে বৃষ্টি, সঙ্গে প্রবল জলোচ্ছ্বাস। সমুদ্রে নামতে পারছিলেন না পর্যটকরা। তাই মন্দারমণির সৈকত ধরেই ভোরবেলায় হাঁটতে বেরিয়েছিলেন অনেকে। তখনই ৩টি দেহ পড়ে থাকতে দেখেন। পরনের পোশাক দেখে তাঁদের সন্দেহ হয়। এরপরই পুলিসের সঙ্গে যোগাযোগ করেন পর্যটকরা।
আরও পড়ুন: শোকেস থেকে জিনিস বার করতে গিয়ে পায়ে লেগেছিল শুড়শুড়ি, উঁকি দিতেই শুকিয়ে গেল গলা
সোমবার পূর্ব মেদিনীপুরের মন্দারমণি উপকূলবর্তী থানা এলাকা থেকে ৩টি মৃতদেহ উদ্ধার হয়। দীঘার কাছে উদ্ধার হয় মৎস্যজীবীদের একটি ভাঙা নৌকাও। তদন্তে নামে পুলিস।
পুলিস জানিয়েছে, গতকাল মাছ ধরতে গিয়ে ওড়িশার কীর্তনিয়া থেকে নিখোঁজ হয়ে যান ২৫ জন মৎস্যজীবী। আজ সকালে মন্দারমণি এলাকা থেকে তিনটি মৃতদেহ উদ্ধার হয়। দেহগুলি নিখোঁজ মৎস্যজীবীদের কিনা জানতে ওড়িশা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ।