Farakka Incident: ফরাক্কায় নাবালিকাকে খুন ও ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত ২!

ঘটনার ৫৯ দিনের মাথায় বিচারে দোষী সাব্যস্ত দুই আসামী দীনবন্ধু হালদার ও শুভজিত হালদার। 

Updated By: Dec 12, 2024, 05:42 PM IST
Farakka Incident:  ফরাক্কায় নাবালিকাকে খুন ও ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত ২!

সোমা মাইতি: জয়নগরের পর এবার ফরাক্কা। মুর্শিদাবাদের ফরাক্কায় নাবালিকাকে খুন ও ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত ২ অভিযুক্ত। আগামিকাল অর্থাৎ শুক্রবার হবে সাজা ঘোষণা। বৃহস্পতিবার জঙ্গিপুর আদালতে দোষী সাব্যস্ত হয় ২ আসামী। 

গত ১৩ অক্টোবর ফরাক্কায় ঘটে নৃশংস ঘটনা। বালিকাকে ধর্ষণ,  খুন ও অপহরণের ঘটনায় একাধিক ধারায় মামলা রুজু হয়। ঘটনার ৫৯ দিনের মাথায় বিচারে দোষী সাব্যস্ত দুই আসামী দীনবন্ধু হালদার ও শুভজিত হালদার। মধ্যবয়স্ক এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় শিশুকন্যার বস্তাবন্দি দেহ। অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়।

পরে নিহত নাবালিকার পরিবারের ধর্ষণের অভিযোগের ভিত্তিতে মামলায় পকসো ধারা যুক্ত করে পুলিস। নিহত নাবালিকার মা অভিযোগ করে যে, তাঁদের নাবালিকা কন্যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। নির্যাতিতা নাবালিকার মা অভিযোগ করেন, লোভ দেখিয়ে তাঁর ১২ বছরের নাবালিকা মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। তারপর তাকে ধর্ষণ করে। ধর্ষণের পরে খুন করে দেহ লোপাটের উদ্দেশে বস্তাবন্দি করে। 

উল্লেখ্য, জয়নগরে নাবালিকাকে ধর্ষণ-খুনের মামলায় ৬৩ দিনের মধ্যে রায় দান করে নিম্ন আদালত। সেখানেও অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করে  বারুইপুর আদালত। ফাঁসির সাজা শোনায় আদালত।

আরও পড়ুন, Arabul Islam | Shaukat Mulla: "ফুঁ দিলে উড়ে যাবে, কোন মায়ের ছেলে... ভাঙড় কি বাপের সম্পত্তি", আরাবুল-শওকত বাকযুদ্ধ!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.