Wriddhiman Saha বিতর্কে এ বার মুখ খুললেন CAB-র সচিব Snehasish Ganguly
টেস্ট দলের দরজা ঋদ্ধির জন্য বন্ধ হয়ে গিয়েছে।
![Wriddhiman Saha বিতর্কে এ বার মুখ খুললেন CAB-র সচিব Snehasish Ganguly Wriddhiman Saha বিতর্কে এ বার মুখ খুললেন CAB-র সচিব Snehasish Ganguly](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/02/20/365610-wriddhiben.jpg)
নিজস্ব প্রতিবেদন: রোহিত শর্মার ভারত একদিনের পর টি-টোয়েন্টি সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারবে? এই প্রশ্ন নিয়ে কারও আগ্রহ নেই। বরং এই মুহূর্তে ঋদ্ধিমান সাহার ইস্যু নিয়ে আগ্রহ তুঙ্গে। এরইমধ্যে জাতীয় টেস্ট দল থেকে আজীবনের জন্য বাদ যাওয়া ঋদ্ধিকে নিয়ে বিরক্তি প্রকাশ করলেন সিএবি-র সচিব তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস।
রবিবার সিএবি সচিব অবশ্য ঋদ্ধির সমালোচনাই করলেন। এ দিন তিনি সাংবাদিকদের বলেন, “দলের অভ্যন্তরীণ বিষয় প্রকাশ করে ঠিক করেনি। সব কিছুরই একটা নিয়ম থাকে।“ একইসঙ্গে ঋদ্ধির রঞ্জি ট্রফি না খেলার সিদ্ধান্ত নিয়েও মুখ খুলেছেন তিনি। যোগ করেছেন, “আমার মনে হয় ওর রঞ্জি ট্রফি খেলা উচিত ছিল।“
যদিও তাঁর কাছে কিছু প্রশ্নের সদুত্তর পাওয়া যায়নি। সিএবি সচিবকে প্রশ্ন করা হয়েছিল, চূড়ান্ত ফিট থাকার পাশাপাশি পারফর্ম করা সত্ত্বেও যে ভাবে জাতীয় টেস্ট দল থেকে ঋদ্ধিকে ছেঁটে ফেলা হল, সেটা নিয়ে সিএবি-র কী অবস্থান? বিশেষ করে যেখানে নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা নিজেও জানিয়েছেন যে, বয়স বা পারফরম্যান্স ঋদ্ধির বাদ পড়ার কারণ নয়। স্নেহাশিস বলেন, “এটা বোর্ড ও নির্বাচকদের ব্যাপার। রাজ্য সংস্থা কী বলতে পারে!”
অতীতে কোনও ক্রিকেটার জাতীয় দল থেকে বাদ পড়লে রাজ্য সংস্থা থেকে প্রশ্ন তোলা হয়েছিল। তাহলে ঋদ্ধির ক্ষেত্রে কেন সেই নিয়মের পালন হবে না? স্নেহাশিসের জবাব,”আমরা কি বিসিসিআই-এর সঙ্গে ঝগড়া করব?'
ঋদ্ধির রঞ্জি না খেলা নিয়েও বিরক্তি সিএবি সচিবের গলায়। বললেন, “ওকে যখন প্রথম জিজ্ঞেস করা হয়েছিল রঞ্জি খেলবে কি না, হ্যাঁ বা না কিছুই বলেনি। পরে বাংলার প্রধান নির্বাচক শুভময় দাসকে ফোনে যোগাযোগ করতে বলা হয়েছিল ঋদ্ধির সঙ্গে। তখন ঋদ্ধি জানায় ব্যক্তিগত কারণে ও খেলবে না।“ স্নেহাশিস যোগ করেন, “রঞ্জি খেলে দুটো সেঞ্চুরি করলে কে বলতে পারে ঋদ্ধিকে টেস্ট দলে ফেরানো হত না!”
কিন্তু স্নেহাশিস এমন মন্তব্য করলেও ঋদ্ধির দরজা যে জাতীয় টেস্ট দলে চিরতরে বন্ধ সেটা তো দক্ষিণ আফ্রিকা সফরের শেষে দলের হেড কোচ রাহুল দ্রাবিড় বুঝিয়ে দিয়েছিলেন। তাহলে সেই ক্রিকেটারের কি রঞ্জি খেলার মনোবল থাকে? স্নেহাশিস আবার যুক্তি দিয়ে বলেন, “জাতীয় দল থেকে বাদ পড়েও রাজ্য দলে খেলার অনেক নজির রয়েছে।“
ঋদ্ধির জায়গায় সুযোগ পাওয়া অভিষেক পোড়েল প্রথম ম্যাচেই নজর কেড়েছেন। এরপরেও কি ঋদ্ধি বাংলার হয়ে মাঠে নামতে পারবেন?
স্নেহাশিস শেষে বলেন, “বয়স ফ্যাক্টর নয়। আমাদের কাছে ২৩ কিংবা ৩৮ বয়স ফ্যাক্টর নয়। বাংলার দরজা ওর জন্য খোলা রয়েছে। ঋদ্ধি চাইলে রঞ্জি খেলতে পারে।“
আরও পড়ুন: Exclusive: ‘দাদি ভরসা দেওয়ার পরেও বাদ পড়লাম!’ ফের বিস্ফোরক Wriddhiman Saha
আরও পড়ুন: Wriddhi-কে সাংবাদিকের হুমকি! রেগে আগুন Virender Sehwag