ধোনির রেকর্ড ভাঙল শিলিগুড়ির পাপালি
এখন পর্যন্ত ৩২টি টেস্ট খেলে ৮৫টি শিকারে হাত রয়েছে ঋদ্ধিমান সাহার, যার মধ্যে ৭৫টি ক্যাচ এবং ১০ স্ট্যাম্পিং।
![ধোনির রেকর্ড ভাঙল শিলিগুড়ির পাপালি ধোনির রেকর্ড ভাঙল শিলিগুড়ির পাপালি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/01/08/104666-wriddhi.jpg)
ওয়েব ডেস্ক: ৪ বছর অক্ষত থাকার পর দক্ষিণ আফ্রিকায় ভাঙল মহন্দ্র সিং ধোনির রেকর্ড। এক ম্যাচে সর্বাধিক ৯ শিকার, ২০১৪ সালে অস্ট্রেলিয়ায় ধোনির গড়া এই রেকর্ডই কেপটাউনে ভাঙলেন 'ফ্লাইংম্যান' ঋদ্ধিমান। ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি, যশপ্রীত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়া-ভারতীয় পেস ব্যাটারির আগুনে বোলিংয়ে 'কট বিহাইন্ড দ্য উইকেট' হয়েই প্যাভিলিয়নে ফিরেছেন আমলা, ডি কক, ডুপ্লেসিস এবং এবি'রা। আর উইকেটের পিছনে প্রত্যাশা মতই ভাল ক্রিকেট উপহার দিয়েছেন বাংলার এই উইকেট কিপার। প্রোটিয় ব্যাটসম্যানদের ব্যাটের কানা ছুঁয়ে বল যখনই উইকেটের পিছনে গিয়েছে, সবটাই 'সেফ হ্যান্ডস' এর মত লুফেছেন ঋদ্ধি।
আরও পড়ুন- বোল্টের গতিতে ১২ হাজার ছুঁলেন কুক, হারালেন সচিনকেও
এখন পর্যন্ত ৩২টি টেস্ট খেলে ৮৫টি শিকারে হাত রয়েছে ঋদ্ধিমান সাহার, যার মধ্যে ৭৫টি ক্যাচ এবং ১০ স্ট্যাম্পিং।
আরও পড়ুন- ম্যান্ডেলার দেশে 'দাদাগিরি' ভারতীয় বোলারদের, জয়ের জন্য দরকার ২০৮