ছক্কা হাঁকিয়ে ভারতকে বিশ্বকাপ জেতানো ধোনির সেই ব্যাটই বিশ্বের সবচেয়ে দামি!
সাধারণভাবে একটা ক্রিকেট ব্যাটের দাম হয়ে থাকে ৪০০০ থেকে ৮০০০ টাকার মধ্যেই।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172462-sukhe71263.jpg?itok=HLHJ0Ns9)
![ছক্কা হাঁকিয়ে ভারতকে বিশ্বকাপ জেতানো ধোনির সেই ব্যাটই বিশ্বের সবচেয়ে দামি! ছক্কা হাঁকিয়ে ভারতকে বিশ্বকাপ জেতানো ধোনির সেই ব্যাটই বিশ্বের সবচেয়ে দামি!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/09/03/273231-bat.jpg)
নিজস্ব প্রতিবেদন: বিশ্বের সবচেয়ে দামি ব্যাট কোন ক্রিকেটারের? জানেন তার দাম কত? সাধারণভাবে একটা ক্রিকেট ব্যাটের দাম হয়ে থাকে ৪০০০ থেকে ৮০০০ টাকার মধ্যেই। তবে তা অনেকটাই নির্ভর করে উইলো কেমন তার ওপর। তেমনই আবার বিখ্যাত ব্রিটিশ ব্যাট প্রস্তুতকারক সংস্থা গ্রে-নিকোলস লেজেন্ড-এর দামি ব্যাটটির মূল্য ৯৮,০০০ টাকা। যা বিশ্বের সবচেয়ে দামি ব্যাটের ধারে কাছেও নয়!
বিশ্বের সবচেয়ে দামি ব্যাটের মূল্য নাকি ৮৩ লক্ষ টাকা। ২০১১ সালে বিশ্বকাপ ফাইনালে যে ব্যাট দিয়ে ছক্কা হাঁকিয়ে ২৮ বছর পর ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি সেই ব্যাটের মূল্য আকাশছোঁয়া। বিশ্বকাপের ম্যাচ জেতানো ধোনির সেই ব্যাট লন্ডনে সমাজসেবামূলক এক অনুষ্ঠানে বিক্রি হয়েছিল ১,০০,০০০ পাউন্ডে। ২০১১ সালে ধোনির সেই ব্যাট কিনেছিল আরকে গ্লোবাল শেয়ার্স অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড (ইন্ডিয়া)। টাকার অঙ্কে যার পরিমাণ ৮৩ লাখ টাকা।
ছক্কা হাঁকিয়ে বিশ্বকাপ জেতানোর ৯ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তবে আইপিএল-এ তিনি এখন খেলছেন।
আরও পড়ুন - IPL 2020: সূচি প্রকাশ কবে? দুশ্চিন্তা দূর করলেন সৌরভ