বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 'কচ্ছপের' মত হাটল ভারতীয় অ্যাথেলিটরা, রিলেতেও হার

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয়দের কদর্য পারফরম্যান্স। পঞ্চাশ কিলোমিটারের হাঁটা প্রতিযোগিতায় ভারতের হয়ে অংশ নিয়েছিলেন সন্দীপ কুমার এবং মনীশ সিং। ছাব্বিশ এবং সাতাশ নম্বর স্থানে যথাক্রমে শেষ করেছেন এঁরা দুজন। মোট ৩৮ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়।

Updated By: Aug 29, 2015, 04:18 PM IST
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 'কচ্ছপের' মত হাটল ভারতীয় অ্যাথেলিটরা, রিলেতেও হার

ব্যুরো: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয়দের কদর্য পারফরম্যান্স। পঞ্চাশ কিলোমিটারের হাঁটা প্রতিযোগিতায় ভারতের হয়ে অংশ নিয়েছিলেন সন্দীপ কুমার এবং মনীশ সিং। ছাব্বিশ এবং সাতাশ নম্বর স্থানে যথাক্রমে শেষ করেছেন এঁরা দুজন। মোট ৩৮ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়।

অন্যদিকে 4X400 মিটার রিলেতে হতশ্রী পারফরম্যান্স ভারতীয় মহিলাদের। ৮ দলের হিটে টিন্টু লিকা, এম আর পুভাম্মা, দেবশ্রী মজুমদার এবং জিসনা ম্যাথিউ সমৃদ্ধ ভারতীয় দল শেষস্থান অর্জন করেছে। ফলে বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় মহিলারা। ভারতের এই খারাপ পারফরম্যান্সে হতাশ ভারতীয় ক্রীড়া মহল। 

.