এই বছরে যে দুজন টেস্টে এক হাজার রান করেছেন, জানেন তাঁরা কারা?
চলতি বছরে আর মাত্র দিন ৪৫ বাকি আছে। নভেম্বরের মাঝমাঝি তো হয়েই গেল। বাকি শুধু ডিসেম্বর। চলতি বছরে টেস্ট ক্রিকেটে মাত্র দুজন ক্রিকেটার ১০০০ রান পূর্ণ করেছেন। আন্দাজ করতে পারেন তাঁরা কে কে? না, বিরাট কোনও বড় নাম পাবেন না। অবশ্য একজন বড় নামই। তিনি জো রুট। এই ইংরেজ ব্যাটসম্যানকে তো রেটিংয়ে একেবারে উপরের দিকে রাখছেন সবাই।
![এই বছরে যে দুজন টেস্টে এক হাজার রান করেছেন, জানেন তাঁরা কারা? এই বছরে যে দুজন টেস্টে এক হাজার রান করেছেন, জানেন তাঁরা কারা?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/11/11/70063-thousands11-11-16.jpg)
ওয়েব ডেস্ক: চলতি বছরে আর মাত্র দিন ৪৫ বাকি আছে। নভেম্বরের মাঝমাঝি তো হয়েই গেল। বাকি শুধু ডিসেম্বর। চলতি বছরে টেস্ট ক্রিকেটে মাত্র দুজন ক্রিকেটার ১০০০ রান পূর্ণ করেছেন। আন্দাজ করতে পারেন তাঁরা কে কে? না, বিরাট কোনও বড় নাম পাবেন না। অবশ্য একজন বড় নামই। তিনি জো রুট। এই ইংরেজ ব্যাটসম্যানকে তো রেটিংয়ে একেবারে উপরের দিকে রাখছেন সবাই।
আরও পড়ুন বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচে ব্রাজিলের কাছে ধরাশায়ী আর্জেন্টিনা
একজন জো রুট। আরেক ক্রিকেটার হলেন ইংল্যান্ডেরই বেয়ারস্টো। এই দুই ইংরেজ ক্রিকেটারই ২০৬-তে টেস্ট ক্রিকেটে ১০০০-এর উপর রান করেছেন। দুজনের মধ্যে বেয়ারস্টো অবশ্য কাজটা রুটের আগেই করে ফেলেছেন।
আরও পড়ুন আজ চালু হয়নি সব ATM, ব্যাঙ্কের হাতে পৌছয়নি ৫০০ টাকার নতুন নোট