আলিবাগের ফার্মহাউসে Virat-Anushka-র 'Paw love'
শুধু বাড়ির পোষ্যদের সঙ্গেই নয়, রাস্তার কিছু কুকুরের সঙ্গেও সময় কাটাতে দেখা গিয়েছিল 'বিরুষ্কা'কে।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=mVeYazYP)
![আলিবাগের ফার্মহাউসে Virat-Anushka-র 'Paw love' আলিবাগের ফার্মহাউসে Virat-Anushka-র 'Paw love'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/04/16/316528-freepressjournal2021-042191bcfe-0690-4cce-b1d3-1783659a9d7bbefunkycollage2.jpg)
নিজস্ব প্রতিবেদন: অনুষ্কা ও বিরাট দুজনেই পশুপ্রেমী বলেই পরিচিত। সুযোগ পেলেই পোষ্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় 'বিরুষ্কা' জুটিকে। মাঝে মধ্যেই বাড়ি পোষ্যদের সঙ্গে ইনস্টায় ছবি শেয়ার করেন অনুষ্কা। গতবছর শুধু বাড়ির পোষ্যদের সঙ্গেই নয়, রাস্তার কিছু কুকুরের সঙ্গেও সময় কাটাতে দেখা গিয়েছিল 'বিরুষ্কা'কে।
শুক্রবার ক্রিকেটার স্বামী বিরাটের সঙ্গে কাটানো পুরনো কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেন অনুষ্কা শর্মা। যেখানে আদরের পোষ্য ডুড এবং কিছু রাস্তার কুকুরের সঙ্গে দেখা যাচ্ছে তাঁদের। ভিডিয়োর প্রথমদিকে 'ডুড'-এর সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে অনুষ্কাকে। পরবর্তী অংশে তারকা দম্পতিকে রাস্তায় বের হয়ে রাস্তার কিছু কুকুরকে খাওয়াতে দেখা যাচ্ছে। ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করে অনুষ্কা লিখেছেন, ''গত বছরের কিছু বিশেষ এবং অমূল্য মুহূর্ত।"
অনুষ্কার শেয়ার করা এই ভিডিয়োর নিচে কমেন্ট করেছেন অনুরাগীরা। গত বছর লকডাউনের সময় অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি তাঁদের আলিবাগের ফার্মহাউসে সময় কাটিয়েছিলেন। খুব সম্ভবত ভিডিয়োটি সেসময়ই শ্যুট করা হয়।